বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসরে বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫২টি। আনুষ্ঠানিক ঘোষণা আসলেও ফোনটি চীনের বাজারে পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বর থেকে। তবে বিশ্ব বাজারে ফোনটি কবে নাগাদ পাওয়া যাবে তা জানায়নি ভিভো।
ভিভো ওয়াই সিরিজের একাধিক মডেল বাজারে এনেছে। প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়াই সিরিজের নতুন ফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসরের ভিভো ওয়াই৫২টি ফোনে রয়েছে ৬.৬১ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ৬০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ১২।
ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। তার সঙ্গে আছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
৮ জিবি র্যামে ভিভোর নতুন এই ফোন পাওয়া যাবে ১২৮ ও ২৬৫ জিবি স্টোরেজ। অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লটের ব্যবস্থা আছে। চাইলেই স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব হবে।
ফাইভজি কানেক্টিভিটির ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ইউএসবি-সি পোর্টের ফোনটিতে আছে ১০ ওয়াটের চার্জার।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম পড়বে ২০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার টাকা। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৩০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার টাকা।
একনজরে ভিভো ওয়াই৫২টি এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৬১ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে
প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর
র্যাম: ৮ জিবি
স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাক ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
চার্জার: ১০ ওয়াট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।