Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ৮ দাবি নিয়ে এবার মাঠে নামছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
রাজনৈতিক ডেস্ক
Bangladesh breaking news রাজনীতি

৮ দাবি নিয়ে এবার মাঠে নামছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

রাজনৈতিক ডেস্কTarek HasanOctober 22, 20252 Mins Read
Advertisement

এবার আট দফা দাবি নিয়ে মাঠে নামছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তারই অংশ হিসেবে শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিল করবে দলটি। 

 বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

তিনি বলেন, গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ আট দফা দাবিতে ২৪ অক্টোবর ঢাকা সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপযোগী করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢেলে সাজানো, সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ, দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার তৎপরতা বন্ধের দাবিতে এ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়েছে। 

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কারও কারও উগ্র ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য-বিবৃতি,  সরকারের অকার্যকারিতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দায়িত্বে দুর্বলতাসহ বিভিন্ন  কারণে এখনও ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে সংশয়-সন্দেহ অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, গত কয়েক দিন ধরে প্রথমে ঢাকার মিরপুরে কেমিকেল গোডাউনে, তারপর চট্টগ্রামে ইপিজেডে এবং তিন দিন আগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিছক একটি দুর্ঘটনা বলে মনে হয় না। এসব ঘটনা পরিকল্পিত কোনো নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখা দরকার। 

তিনি বলেন, নিরপেক্ষতার পরীক্ষায় সরকার পাস করেনি। তবে এ পরীক্ষায় সরকারের ফেল করার সুযোগ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

এ সময় অবিলম্বে সরকারের মধ্যে থাকা সরকারগুলো ভেঙে দেওয়ারও দাবি জানান সাইফুল হক। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন  কমিশনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভেঙে পড়া সমগ্র নির্বাচন ব্যবস্থার ওপর জনআস্থা প্রতিষ্ঠিত করা এবং স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যাবতীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। এ সময় অন্যান্যের মধ্যে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৮ bangladesh, breaking news এবার ওয়ার্কার্স দাবি, নামছে নিয়ে, পার্টি বিপ্লবী মাঠে রাজনীতি
Related Posts
তারেক রহমান

১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান, ফুলের মালা দিয়ে বরণ

December 25, 2025
৩০০ ফিট সড়ক

সব পথ যেন মিশেছে ৩০০ ফিট সড়কে

December 25, 2025
তারেক রহমান

ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

December 25, 2025
Latest News
তারেক রহমান

১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান, ফুলের মালা দিয়ে বরণ

৩০০ ফিট সড়ক

সব পথ যেন মিশেছে ৩০০ ফিট সড়কে

তারেক রহমান

ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

ভারতে বাসে আগুন

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ১০ জনের মৃত্যু

নেতার জন্য অপেক্ষা

কাঁধে ৫০ কেজি ধান নিয়ে ৩০০ ফিটে সারারাত নেতার জন্য অপেক্ষা

লিডার আসছে

‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ

বিএনপি

পথে পথে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

তারেক রহমান

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

অজানা স্থান

রহস্যে মোড়ানো পৃথিবীর অজানা স্থান!

BNP

সমমনা দলের আরও ৭ নেতাকে আসন ছাড় বিএনপির

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.