Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৪০ ফুট গভীর কুয়ায় পড়ে গিয়েছিল ৮ বছরের এক কন্যাশিশু। তাকে উদ্ধার করতে গিয়ে সেই কুয়ায় পড়ে যায় ৩০ জন গ্রামবাসী। এতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদা গ্রামে।
ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। উদ্ধারকাজ চলছে বলে টুইট করে জানিয়েছেন তিনি।
জানা গেছে, সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও অবধি ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এদিকে, এক কর্মকর্তা জানিয়েছেন, ওই মেয়েটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্র: আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।