
নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের (২০১৯-২০) গত ৮ মাসে (জুলাই-ফেব্রু) রফতানি আয় কমেছে ৪ দশমিক ৭৯ শতাংশ। এ সময় রফতানি খাত থেকে বাংলাদেশ আয় করেছে ২৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু গত অর্থবছর উক্ত সময় অর্থাৎ জানুয়ারি থেকে নভেম্বর মাসে এটি ছিল ২৭ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার।
আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, আলোচ্য সময়ে রফতানি খাত থেকে আয় হয়েছে প্রায় ১ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার কমেছে।
ইপিবি বলছে, আলোচ্য সময়ে রফতানি আয়ে তৈরি পোশাক খাতের মতই সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে সিরামিক শিল্পে। গত আটমাসে এ খাত থেকে ২৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে।
কিন্তু গত অর্থবছরের (২০১৮-১৯) একই সময়ে এ খাত থেকে রফতানি আয় হয়েছিল ৫৬ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ আলোচ্য সময়ে দেশের এ খাত থেকে রফতানি আয় কমেছে ৫৯ শতাংশ।
তবে সব খাতের রফতানি আয়ে নেতিবাচক পরিস্থিতি বিরাজ করলেও পাট পণ্য রফতানিতে আলোর মুখ দেখেছে বাংলাদেশ। আলোচ্য সময়ে খাতটি থেকে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রফতানি হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel