জুমবাংলা ডেস্ক: মাদারীপুরের শিবচরে আলোচনায় এসেছে সাহেবজাদা নামের একটি বিশাল আকৃতির গরু। কোরবানিকে সামনে রেখে প্রায় ২০ মণ ওজনের সাহেবজাদার তাম হাকা হচ্ছে ৮ লাখ টাকা। তবে দাম নিয়ে কড়াকড়ির চেয়ে যারা আদর-যত্ম ও আগ্রহ নিয়ে গরুটি কিনতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন গরুটির মালিক। এদিকে গরুটিকে দেখতে দূর থেকে মানুষ এসে ভীড় করছে।
মালিক বলছে, গরুটি লালন-পালন করতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সবুজ ঘাস ও ভূসিই ছিল সাহেবজাদার প্রধান খাবার।
স্থানীয়রা জানান, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটি উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার সংলগ্ন মিলন মুন্সী কিনেন প্রায় দেড় বছর আগে। মিলন পেশায় গরুর খামারী। তিনি অন্যান্য গরুগুলো খামারে পালন করলেও সাহেবজাদার জন্য আলাদা ঘর তুলেছেন। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ঘাস, ভূসি খাইয়ে লালন-পালন করা হয়।
স্থানীয়রা আরও বলেন, সাহেবজাদাকে প্রতিদিন ৩ থেকে ৪ বার সাবান শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। খামারি মিলন ও তার পরিবার খুবই যত্মে গরুটিকে পালন করেছেন।
মিলনের পরিবারের সদস্যরা জানান, গরুটি শান্ত প্রকৃতির। গরুটি প্রায় সাড়ে ৭ ফুট লম্বা ও ৫ ফুট ২ ইঞ্চির উচ্চতা সম্পন্ন এবং ওজন প্রায় ২০ মণ। এ বছরের কোরবানির ঈদে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাহেবজাদার দাম চাওয়া হচ্ছে ৮ লাখ টাকা।
স্থানীয় আবু হাওলাদার বলেন, ‘এই গরুটিকে মিলন ভাই ও তার পরিবারের লোকজন খুব যত্ম করে। আমরা অনেকেই গরুটি দেখতে মাঝে মাঝেই এই বাড়িতে আসি। এত বড় গরু সচরাচর দেখা যায় না।’
গরুটির মালিক মিলন মুন্সী বলেন, ‘প্রায় দেড় বছর আগে গরুটিকে হাট থেকে কিনেছিলাম। বাড়ি এনে আমরা খামারে না রেখে বাড়িতে রেখে গরুটি পালন করতে থাকি। প্রাকৃতিক সবুজ ঘাস আর ভুষি খাইয়েছি এতদিন। আমরা ৮ লাখ টাকা হলে গরুটি বিক্রি করব। তবে গরুটি আদর করে যারা নিতে আগ্রহ দেখাবে দাম একটু কম হলেও তাদেরকেই দেব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।