Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ৯১ দিনের পর ভারতে ৫০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। এদিকে দৈনিক সুস্থতার সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৮৩৯ জন।
সক্রিয় রোগীর সংখ্যাও এসে দাঁড়িয়েছে ৬ লাখের কাছাকাছি। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ৫২১ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের। মোট মৃত্যু সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জনে। দেশটিতে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৮৬১ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার ৮৬১। সুস্থতার হার বেড়েছে ৯৬ শতাংশ। প্রত্যেকদিন পাঁচ শতাংশেরও কম হারে সংক্রমণ ঘটছে দেশে। গড়ে আপাতত থাকছে ৩.২২ %। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৮ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২০১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।