আন্তর্জাতিক ডেস্ক : উহানের প্রায় সব জনগণের করোনাভাইরাস পরীক্ষা করার পর দু’মাসের মধ্যে প্রথম নতুন করে কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
৯৯ লাখ বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা করে এমন দাবি করেছে উহান স্বাস্থ্য কমিশন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার, চাইনিজ প্রিভেনটিভ মেডিসিন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা লু জ্যাকসন বলেন, ‘গত ১৪ মে থেকে ১ জুন পর্যন্ত উহানে ৯৮ লাখ ৯৯ হাজার ৮২৮ জনের নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করা হয়েছে।’
লু জানান, স্বাস্থ্য পরীক্ষায় কোনো নতুন করোনা রোগী শনাক্ত হয়নি। তবে, উপসর্গহীন ৩০০ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে।
চীনের সরকারি হিসাবে উপসর্গহীন করোনা রোগীদের গণনায় ধরা হয় না।
তিনি আরও জানান, বর্তমানে উহানে জনসংখ্যার অনুপাতে উপসর্গহীন আক্রান্তের হার অত্যন্ত কম। উপসর্গহীন আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিরাও তেমনটা সংক্রমিত হননি।
উহানের ডেপুটি মেয়র হু ইয়াবো বলেন, ‘শহরের সব বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আওতায় আনতে ১২ কোটি ৬০ লাখ ডলার খরচ হয়েছে।’
সোমবার চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, দেশটিতে নতুন পাঁচ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে।
চীনের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ২২ জন। মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ৩০০ জন। এছাড়াও ৩৭১ জন উপসর্গহীন রোগী চিকিৎসা পর্যবেক্ষণে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।