জুমবাংলা ডেস্ক : মাত্র ৯ বছর সেবা প্রদানের মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ভিস্তার এয়ারলাইন্স। আজ সোমবার (১১ নভেম্বর) তাদের শেষ ফ্লাইটটি আকাশে উড়বে। সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং টাটা সন্সের যৌথ উদ্যোগে ভিস্তারা এখন টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হবে। খবর বিবিসি
ভিস্তারা এয়ারলাইন্সের যাবতীয় কাজ এয়ার ইন্ডিয়া পরিচালনা করবে। গত কয়েক মাস ধরে ভিস্তারার যাবতীয় কাজ নিজেদের করে নিচ্ছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র ইমেইলের মাধ্যমে জানিয়েছেন, একীভূত করার অংশ হিসেবে খাবার সুবিধাসহ অন্যান্য প্রক্রিয়া উন্নত করার চেষ্টা চলছে।
একীভূত করার ফলে সেবার মান নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে টাটার পক্ষ থেকে বলা হয়েছে ভিস্তারা ফ্লাইট পরিচালনায় যে সুবিধা বজায় রাখত তাতে কোনো পরিবর্তন আনা হবে না।
ভালো খাবার, উন্নত সেবা এবং ভালো মানের কেবিন কোয়ালিটির জন্য ভিস্তারা গ্রাহকদের কাছে আশ্বস্ত এয়ারলাইন্স হয়ে ওঠে। কিন্তু তারা এভাবে ব্যবসা গুটিয়ে নেয়ার ফলে অনেকের কাছেই সমালোচনার শিকার হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।