আন্তর্জাতিক ডেস্ক: একজন ভারতীয় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চরম সমালোচনার মুখে পড়েছেন। কর্মজীবনের প্রথম চার থেকে পাঁচ বছর দিনে ১৮ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
বোম্বে শেভিং কম্পানির প্রধান নির্বাহী শান্তনু দেশপাণ্ডে। তরুণদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে সময় ‘নষ্ট’ না করারও পরামর্শ দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তার এই পরামর্শ চরম সমালোচনার মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, শান্তনু বিষাক্ত কাজের সংস্কৃতিকে উৎসাহ দিচ্ছেন।
এর আগে ইনফোসিস-এ সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সমালোচনার মুখে পড়েছিলেন। সপ্তাহে ভারতীয়দের সর্বনিম্ন ৬৪ ঘণ্টা কাজ করতে বলে তোপের মুখে পড়েছিলেন তিনি।
শান্তনু যে তরুণদের কর্মজীবনের শুরুতে এত বেশি সময় ধরে কাজ করার কথা বলেছেন; কিন্তু তিনি বাড়তি কাজের মজুরির ব্যাপারে কিছু বলেননি।
সূত্র : বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।