জুমবাংলা ডেস্ক : রাজশাহীর বাঘায় দেড় কেজি ওজনের একটি লাউ ৭ টাকায় বিক্রি করতে দেখা গেছে। শুক্রবার বিকালে উপজেলার গোচর গ্রামের মোড়ে এক থেকে দেড় কেজি ওজনের একটি লাউ ৭-৯ টাকায় বিক্রি করা হয়।
এছাড়া ১২০ টাকা প্রতি কেজি মুরগি তিন মাসের ব্যবধানে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
আড়ানী হাইস্কুলের গেটের সামনে খুচরা ব্রয়লার মুরগি বিক্রেতা রাকিবুল ইসলাম বলেন, ব্রয়লার মুরগি মাস তিনেক আগে প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হয়েছে। ওই মুরগি শুক্রবার প্রতি কেজি ২৪০ টাকায় বিক্রি করছি। ফার্মে দাম বেশি, তাই বেশি দামে কিনতে হচ্ছে। বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি।
এদিকে আড়ানী গোচর গ্রামের মোড়ে লাউ ক্রেতা আলাল উদ্দিন বলেন, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে একটি লাউ ৩০-৩৫ টাকায় কিনতে হয়েছে। চাহিদা কমে যাওয়া শুক্রবার একই লাউ ৭-৯ টাকায় ক্রয় করছি।
গোচর গ্রামের লাউ চাষি হাফিজুল ইসলাম বলেন, হটাৎ করে কয়েক দিন থেকে দাম কমে গেছে। ইচ্ছা থাকার পরও বেশি দামে বিক্রি করতে পারছি না। কেনার লোক না থাকায় কম দামে বিক্রি করতে হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু বলেন, প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের অবগত করে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য আগামী সমন্বয় সভায় উপস্থাপনা করবো।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এলাকায় প্রচুর পরিমাণে লাউ চাষ হয়েছে। তাই দাম কিছুটা কমে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।