ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক মাদক সম্রাটকে আটক করেছে র্যাব-৪।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রেখে সকালে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা।
র্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, উদ্ধারকৃত হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।
এ ঘটনায় ধামরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



