আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যুৎ নেই, মোবাইল ও ইন্টারনেট সংযোগও বন্ধ। সার্বিক যোগাযোগ বন্ধ করে দিয়ে রাতের আঁধারে শুক্রবার বর্বর হামলা চালায় ইসরায়েল। এতে এক দিনেই ১৮ স্বজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক ফারেস আকরাম। এ ছাড়া আরও ১৮ জন ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে আছেন। এটি নিশ্চিত হতে তাঁর ১২ ঘণ্টা সময় লেগেছে।
নির্মম এ ঘটনা নিজেই তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন ওই সাংবাদিক। এ সময় তিনি নিহত ১৮ জনের তালিকাও দেন।
ফারেস আকরাম ফিলিস্তিনি সাংবাদিক। তিনি গাজায় এপির সঙ্গে কাজ করেছেন এবং আলজাজিরায়ও লিখেছেন। তিনি বলেন, শুক্রবার গাজায় তাঁর আত্মীয়দের বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। আকরাম বলেন, গাজায় যোগাযোগ বন্ধ হওয়ার কারণে আত্মীয়দের অবস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
Late Friday, I got distressing news that an Israeli airstrike hit the #Gaza house where 10s of my relatives lived. With no internet & phone connection, it took 12 hours to confirm that 18 of my extended family members lost their lives & 18 others remain trapped under the rubble. pic.twitter.com/d5uGtZdMnF
— Fares Akram (@faresakram) October 28, 2023
এর আগে গত বুধবার গাজায় আলজাজিরার ব্যুরোপ্রধান ওয়ায়েল আল-দাহদৌ স্ত্রী-ছেলেমেয়েসহ নিজ পরিবারের চারজন এবং আরও আট নিকটাত্মীয়কে হারান। গাজার দক্ষিণের একটি শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিলেও ইসরায়েলি বোমা হামলা থেকে তারা বাঁচতে পারেননি।
এদিকে গাজায় গত ২১ দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ২২ সাংবাদিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।