১ দিনে মুক্তি পাবে ২ ছবি, বলিউডে পা রেখেই লড়াইয়ে রাশমিকা

রাশ্মিকা মন্দানা

বিনোদন ডেস্ক : বলিউডে রাশ্মিকা মন্দানার প্রথম ছবি গুডবাই। বিগ বি-র সঙ্গেই প্রথম ছবিতে কাজের সুযোগ। কিন্তু প্রথম ছবিতেই বক্স অফিস লড়াইয়ে সামিল হলেন জাতীয় ক্রাশ রাশ্মিকা মন্দানা। একই দিনে মুক্তি পাচ্ছে বলিউডের আরও এক হেভিওয়েট তারকার নতুন ছবি। আসুন তাহলে জেনে নেওয়া যাক বলিউডের বক্স অফিসে রাশ্মিকা মন্দানার প্রতিযোগী কে হতে চলেছেন।

রাশ্মিকা মন্দানা

বলি ইন্ডাস্ট্রিতে পা রেখেই বক্স অফিসে লড়াইয়ে সামিল দক্ষিণী লেডি সুপারস্টার রাশ্মিকা মন্দানা। অমিতাভ বচ্চনের সঙ্গে রাশ্মিকা মন্দানা গুডবাইতে (Goodbye)কাজ করছেন। চলতি বছরের ৭ সেপ্টেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পাবে রাশ্মিকার বলিউডের ডেবিউ মুভি গুডবাই। আর সেই একদিনে মুক্তি পাচ্ছে বলিউডের আরও এক সুপারস্টার রাজকুমার রাওয়ের নতুন ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি। এই ছবিতে রাজকুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলি ডিভা জাহ্নবী কপুরকে। বক্স অফিসে বলিউড বনাম দক্ষিণের একটা লড়াই কিন্তু সর্বদাই জারি। দক্ষিণী ছবির ঝড়ে বক্স অফিসে মুখ থুবরে পড়ছে বলিউডের বহু ছবি। এবার দক্ষিণী নায়িকার বলিউড যাত্রা শুরু হতেই বক্স অফিসে দুটি ছবির মধ্যে শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই।

দশেরার ঠিক পড়েই একই দিনে মুক্তি পাবে দুই সুপাস্টারের দুটি ভিন্ন ছবি। বিকাশ ভ্যালের পরিচালনায় বলিউডের প্রথম ছবি গুডবাইতে কাজ করছেন রাশ্মিকা মন্দানা। এছাড়াও এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নীনা গুপ্তা, পল্লবী গুলাটি, এলি আব্রাম আর সুনীল গ্রোভার।

গত মাসেই গুডবাই ছবির কাজ শেষ করেছেন রাশ্মিকা। করোনা পরিস্থিতির জন্য প্রায় দীর্ঘ দু’বছর ধরে চলেছে এই ছবির শ্যুটিং। তাই গুডবাই-এর শ্যুটিং শেষ হওয়ার পর আবেগঘন পোস্ট করেছিলেন দক্ষিণী সুন্দরী রাশ্মিকা মন্দনা। গুডবাইয়ের কাজ শেষ হওয়ার পর তাঁর মনে হয়েছিল নিজের সন্তানকে গুডবাই বলছেন!! গুডবাই ছাড়াও রণবীর কপুরের বিপরীতে ‘Animal’ছবিতেও কাজ করছেন রাশ্মিকা। বলি স্টার সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে ‘Mission Majnu’-তে স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণী লেডি সুপারস্টার রাশ্মিকা মন্দানা।

অমিতাভ-রাশ্মিকা জুটির আগামী ছবি গুডবাইয়ের সঙ্গে রাজকুমার-জাহ্নবীর মিস্টার অ্যান্ড মিসেস মাহি -ই শুধু নয়, বক্স অফিস লড়াইয়ে সামিল হওয়ার দৌঁড়ে এগিয়ে আরও দুটি ছবি। চলতি বছরের ৪ নভেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পাওয়ার কথা ছিল কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন অভিনীত ছবি শেহজাদা। কিন্তু ৪ নভেম্বরের পরিবর্তে এই ছবি মুক্তি পাবে আগামী বছরের ভ্যালেনটাইন্স উইকে।

ব্লাউজ ছাড়াই শাড়ি পরে ঝর তুললেন কবিতা ভাবি

সেই সময় মুক্তি পাওয়ার কথা রণবীর সিং ও আলিয়া ভাটের রকি অউর রানি কী প্রেম কাহিনি। ১০ ফেব্রুয়ারি সিলভার স্ক্রিনে এই দুটি ছবি একইসঙ্গে মুক্তি পাবে। তবে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বাকালীন পরিস্থিতিতে আলিয়া সিনেমার শ্যুটিং করবেন না। তাই এই ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হতে পারে। এই বিষয়ে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি।