বিনোদন ডেস্ক : ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারার সম্মানিত মেয়র মনোনীত হয়েছেন ৩২ বারের গ্র্যামিজয়ী বিশ্বখ্যাত পপকুইন বিয়ন্সে। বুধবার শহরের লেভি স্টেডিয়ামে তার রেনেসাঁ সফরের জাঁকজমকপূর্ণ কনসার্টে পারফরম করার আগে বিয়ন্সেকে শহরটির এক দিনের মেয়র হিসেবে সম্মানিত করা হয়। এই সম্মাননার সঙ্গে শহরের একটি চাবিও সম্মানস্বরূপ বিয়ন্সেকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দ্য মার্কারি নিউজ অনুসারে, সান্টা ক্লারা সিটি কাউন্সিল মঙ্গলবার রাতে ঠিক করেছেন মেয়র লিসা গিলমোরের কাছ থেকে এক দিনের জন্য মেয়রের খেতাবটি বিয়ন্সেকে দেওয়ার।
সান্টা ক্লারার মুখপাত্র মিশেল টেম্পলটন একটি বিবৃতিতে বলেছেন, ‘সান্টা ক্লারা শহরটি বিশ্বখ্যাত লেভি স্টেডিয়ামে বিয়ন্সের আসন্ন সফরের জন্য উচ্ছ্বসিত। তার কনসার্ট অবশ্যই প্রচুর শক্তি এবং উত্তেজনা নিয়ে আসবে শহরবাসীর জন্য।’
এ বছর দ্বিতীয়বারের মতো সান্টা ক্লারা কোনো পপ সেনসেশনকে সম্মানিত করেছে। চলতি বছর ২৮ ও ২৯ জুলাই টেলর সুইফট যখন তার ইরাস ট্যুরের সফরে শহরটিতে আসেন, তখন সিটি কাউন্সিল তাকে সম্মানসূচক মেয়র উপাধি প্রদান করে এবং দুই দিনের জন্য শহরটির নামকরণ করে ‘সুইফ্টি ক্লারা’।
অপরদিকে আটলান্টা ও মিনিয়াপলিসের মতো শহরগুলো একইভাবে বিয়ন্সের সম্মানে তাদের শহরে ‘বিয়ন্স ডে’ কার্যকর করেছে।
বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যাওয়া জাহাজ ও প্লেনগুলো কোথায় যাচ্ছে
বিলবোর্ড অনুসারে, রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর এখন পর্যন্ত বিয়ন্সের সবচেয়ে বেশি উপার্জনকারী সফর। চলতি বছর ১২ মে স্টকহোম, সুইডেনে রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছিলেন বিশ্বখ্যাত পপতারকা বিয়ন্সে। জুনের শেষের দিকে ইউরোপীয় সফর শেষ করে জুলাইয়ের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে সফর শুরু করেন গায়িকা।
সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এই সফর চালিয়ে যাবেন তিনি।
সূত্র : ডেইলি মেইল ইউকে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।