যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে ভারতের অর্থনীতিতে। ধারাবাহিকভাবে শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের ফলে দেশটির মুদ্রা রুপির ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে, যার জেরে দ্রুত দরপতন ঘটছে।

মঙ্গলবার বাজার খোলার পর ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় মূল্য নেমে আসে ৯১.০৭১-এ। এটাই প্রথমবার, যখন রুপি ডলারের বিপরীতে ৯১-এর ঘর অতিক্রম করল। টানা দরপতনের কারণে এদিন রুপি তার ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।
ভারতের বৈদেশিক মুদ্রা বাজারের লেনদেনকারীরা আশঙ্কা প্রকাশ করছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী এক মাসের মধ্যেই এক ডলারের বিপরীতে রুপির দর ৯২-এ পৌঁছাতে পারে।
অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, রুপির এই পতন অপ্রত্যাশিত নয়, তবে যে গতিতে দর কমছে তা উদ্বেগজনক। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহার চলতে থাকায় এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে মুদ্রাবাজারে।
দিনের শুরুতে ডলারের বিপরীতে রুপির দর নেমে আসে ৯০.৮৩-এ, যা তখন পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন ছিল। লেনদেন শুরুর পর রুপি আরও প্রায় ০.১ শতাংশ কমে দাঁড়ায় ৯০.৭৯-এ। সব মিলিয়ে মঙ্গলবার ডলারের বিপরীতে ভারতীয় রুপি ইতিহাসের সর্বনিম্ন দরে লেনদেন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



