১ হালি লেবুর দাম ১০০ টাকা

কাগজি লেবু

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাজারে এক হালি কাগজি লেবু ১০০ টাকা। তবে এলাচি ও সিডলেস লেবু ৩৫ থেকে ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে। শনিবার (১ এপ্রিল) পৌর সদরের কাঁচাবাজারে এ দামে লেবু বেচাকেনা হচ্ছে।

কাগজি লেবু

বোয়ালমারী পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা ও লেবু ক্রেতা পল্লব কুমার বালা বলেন, ‘এক হালি কাগজি লেবুর দাম ১০০ টাকা। তিন হালি ৩০০ টাকায় কিনেছি। তবে বাজারে অন্য জাতের লেবু ৩০ থেকে ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে।’

ছোলনা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘কাগজি লেবু এখন আর পাওয়া যায় না। ভুল ভবিষ্যৎ চোখে পড়লেও পরিমাণে কম থাকে। তাই দামও আকাশছোঁয়া।’

এক হালি কাগজি লেবু ১০০ টাকা

এ বিষয়ে লেবু বিক্রেতা ইদ্রিস আলী বলেন, ‘কাগজি লেবু স্বাদে-গন্ধে একেবারেই আলাদা। চাহিদা বেশি থাকলেও তেমন পাওয়া যায় না। অল্প কিছু লেবু বেশি দামে কিনেছি। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

নেট দুনিয়ায় সেরা ৫টি ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

তিনি বলেন, ছোট সাইজের কাগজি লেবু ৬০ টাকা, মাঝারি সাইজের ৮০ টাকা আর বড় সাইজ ১০০ টাকা হালি বিক্রি করছি। এছাড়া বিভিন্ন জাতের লেবু ২০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।