Advertisement
বরগুনার তালতলীর পায়রা নদীতে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। মাছটির দাম ধরা হয়েছে ১২ হাজার টাকা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তালতলী উপজেলার নকরী জেলে আবুল হোসেনের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি তালতলী মৎস্য বন্দরে নিয়ে গেলে ৯ হাজার ৫০০ টাকায় মায়ের দোয়া মৎস্য ভাণ্ডার মাছটি ক্রয় করে। পরে মাছটি ১২ হাজার টাকায় ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে বিক্রির জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে তালতলী মাছ বাজারের ব্যবসায়ী মো. আল-আমীন জানান, দুই কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশটি খোলা ডাকে তিনি ১০ হাজার টাকায় আড়ৎ থেকে কিনে নেন।
একই স্থানে বারবার কম্পন হলে বুঝতে হবে সামনে বড় আসছে : অধ্যাপক মেহেদী আহমেদ
এ মাছটি ১২ হাজার টাকায় ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে বিক্রির জন্য পাঠনো হয়েছে বলে জানান ব্যবসায়ী মো. আল-আমীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



