জুমবাংলা ডেস্ক : অবিশ্বাস্য হলেও সত্যি! এক কেজি আপেলের দাম ২০ টাকা ২০ পয়সা মাত্র। চট্টগ্রাম কাস্টম হাউজে ২৫ টন আফ্রিকান আপেল প্রকাশ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস। প্রকাশ্য নিলামে ২৫ টন আপেলের সর্বোচ্চ দর উঠেছে পাঁচ লাখ ৫ হাজার টাকা। নিলাম মুল্য হিসাবে প্রতিকেজি আপেলের মুল্য ২০ টাকা ২০ পয়সা!
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কাস্টমসের অকশন শেডে ওই আপেল নিলাম অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীর আগ্রবাদ সিঙ্গাপুর মার্কেটের মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ সর্বোচ্চ পাঁচ লাখ ৫ হাজার টাকা দর দেন।
চট্টগ্রাম কাস্টমস নিলাম শাখার ডেপুটি কমিশনার মো. আব্দুল হান্নন জানান, কাস্টমস কতৃপক্ষ কতৃক নিলাম যোগ্য ২৫ টন তথা ১ হাজার ১৮৬ কার্টনে থাকা ২৫ হাজার ৪৯৯ কেজি ওজনের সেই আপেলের সংরক্ষিত মূল্য ধরা হয়েছিল ৪২ লাখ ৩৫ হাজার ৫৪৯ টাকা। অর্থাৎ কেজি প্রতি দর দাঁড়ায় ১৬৬ টাকা।
তিনি জানান, যেহেতু এসব পণ্য পঁচনশীল তাই দ্রুত নিলামে তোলা হয়েছে।
কাস্টমস অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান কে এম কর্পোরেশনকে এই নিলাম কাজ পরিচলনা করে। নিলাম অনুষ্ঠানে চট্টগ্রাম কাস্টমসের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিলাম শতাধিক বিডার অংশ নেন।
কাস্টমস নিলাম শাখা সূত্র জানায়, গত এপ্রিলে ৪০ ফুটের একটি রেফার কনটেইনারে (হিমায়িত রেফ্রিজারেটেড) করে সাউথ আফ্রিকা থেকে ২৫ হাজার ৪৯৯ কেজি আপেল আমদানি করে নগরীর স্টেশন রোডের ফল ব্যবসায়ী প্রতিষ্ঠান মদিনা বাণিজ্যালয়।
এদিকে আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক মো. জাকির হোসেন জানান, সরকার এপ্রিল মাসের দিকে হঠাৎ ফল আমদানির শুল্ক প্রায় ৪০ শতাংশ বাড়িয়ে দেয়। এছাড়া আমদানিকৃত এসব আপেল চট্টগ্রাম পৌছার কথা ছিল ওই ফল এপ্রিলে শুরুতে। কিন্ত পৌঁছেছে এপ্রিলের শেষে। শুল্ক বাড়ার পাশাপাশি বন্দরের বাড়তি খরচ না করে সেই চালান খালাস করা হয়নি। পুরো এলসির টাকাই লস গেছে বলে জানায় সেই আমদানিকারক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।