জুমবাংলা ডেস্ক : প্রতি কেজি মিষ্টির দাম ২২০ থেকে ৪০০ টাকা। আর এক কেজি মিষ্টি বিক্রি করতে ক্রেতাকে ধরিয়ে দেওয়া হয় ৩০০ গ্রাম ওজনের প্যাকেট। সেই হিসাবে ক্রেতার কাছ থেকে একটি প্যাকেটের দাম হিসেবে রেখে দেওয়া হচ্ছে ৬০ থেকে ১২০ টাকা।
তবে এমন অভিনব ‘প্রতারণা’ করেও শেষ রক্ষা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এমন দুটি দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার চক্রবর্তী মঙ্গলবার বিকেলে পৌর এলাকার সড়ক বাজারে এ অভিযান চালান।
খোঁজ নিয়ে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতে পরিচালনার সময় ইব্রাহিম সুইটসমিটে ৩০০ গ্রাম ও নিউ নিমাই মিষ্টান্ন ভাণ্ডারে ২৮০ গ্রামের প্যাকেট পাওয়া যায়। একেকটি প্যাকেট ১০-১৫ টাকায় কেনা হলেও মিষ্টির দামে বিক্রি হওয়ায় দাম পড়ছে ৬০ থেকে ১২০ টাকা। এ অবস্থায় ইব্রাহিম সুইটমিটসকে ২৫ হাজার ও নিউ নিমাইকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।