বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চার চাকা ও দু চাকার মতোই তিন চাকাতেও এসেছে বৈদ্যুতিকরণ। বিশেষ করে দেশের ঐতিহ্যশালী ও জনপ্রিয় তিন চাকা অটো-রিকশাতে। এদিন বাজারে এক নতুন বৈদ্যুতিক রিকশা লঞ্চ করেছে মাহিন্দ্রা। এই তিন চাকার নাম ই-আলফা সুপার রিকশা। এর আগেও আলফা নামে বৈদ্যুতিক রিকশা লঞ্চ করেছে সংস্থাটি।
নতুন যে রিকশাটির কথা বলে হচ্ছে তাতে বেশ কিছু সুবিধা যোগ করা হয়েছে। যে সকল মানুষ স্ব-নির্ভর হতে চান তাদের কাছে এটি ভালো বিকল্প হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রতিবেদনে মাহিন্দ্রা ই-রিকশা সম্পর্কিত খুঁটিনাটি তথ্য তুলে ধরা হল আপনাদের জন্য।
মাহিন্দ্রা ই-আলফার দাম
মাহিন্দ্রার এই বৈদ্যুতিক তিন চাকার দাম ১.৬১ লাখ টাকা (এক্স-শোরুম)। স্থানীয় সরকার দ্বারা স্বীকৃত নির্দিষ্ট কয়েকটি রাজ্যেই আপাতত পাওয়া যাবে এই রিকশা। সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, এই রিকশা ১ কিমি যেতে খরচ করে মাত্র ৪ পয়সা।
ব্যাটারি ও রেঞ্জ
বৈদ্যুতিক তিন চাকায় রয়েছে ১৪০ Ah লিড-অ্যাসিড ব্যাটারি সঙ্গে ইলেকট্রিক BLDC মোটর যা সর্বোচ্চ ১.৬৪ কিলোওয়াট শক্তি এবং ২২ নিউটন মিটার টর্ক উত্পন্ন করতে পারে। এই রিকশার সঙ্গে পাওয়া যাবে ১৮ A চার্জার। এই চার্জারের উপর ১২ মাসে ওয়ারেন্টি পাবেন ক্রেতারা।
রিকশাটি ফুল চার্জে রেঞ্জ দিতে পারে ৯৫ কিলোমিটার। যা সংস্থার দাবি অনুযায়ী আগের মডেলের থেকে ২০ শতাংশ বেশি। সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে এই বৈদ্যুতিক রিকশা। জানা গিয়েছে রিকশাতে ড্রাইভার সহ ৪ জন প্যাসেঞ্জার বসতে পারবে।
মাহিন্দ্রা ই-আলফার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১৩৮ মিলিমিটার। রিকশার কার্ব ওয়েট ৪১২ কেজি এবং সর্বোচ্চ ৭৯২ কেজি ওজন বহন করতে সক্ষম। রিকশাতে রয়েছে অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম, সম্পূর্ণ মেটাল বডি দিয়ে তৈরি এই তিন চাকা। যা রিকশার সর্বোচ্চ বিল্ড কোয়ালিটি নিশ্চিত করে।
রিকশার আয়তনের কথা যদি বলি তাহলে এটি লম্বায় ২৭৮০ মিলিমিটার, উচ্চতায় ১৭৯৪ মিলিমিটার এবং হুইলবেস ২১৬৮ মিলিমিটার। সংস্থা জানিয়েছে, এই তিন চাকা কেনার সময় চালকদের ১০ লাখ টাকা মূল্যের কম্প্লিমেন্টরি দুর্ঘটনাজনিত বিমা কভার দেওয়া হবে।
এই প্রসঙ্গে মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি-এর সিইও সুমন মিশ্র বলেন, বিশ্বে পরিচ্ছন্ন গতিশীলতার চাহিদা বাড়ছে। সেই ক্ষেত্রে আমাদের ই-আলফা সুপার রিকশা উচ্চ রেঞ্জ এবং উপার্জনের সম্ভাবনা প্রদান করে। চালকদের আয় বাড়াতে এবং পরিবেশ দূষণ কমাবে এই রিকশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।