আন্তর্জাতিক ডেস্ক : মানুষ ও মৌমাছির একসঙ্গে বসবাস। শুনতে অবাক লাগলেও এমনটাই দেখা গেছে স্কটল্যান্ডের ইনভারনেস শহরের একটি বাড়ির শোবার ঘরে। ওই বাড়ির ভেতরে তিনটি মৌচাক পাওয়া গেছে। এসব মৌচাকে রয়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার মৌমাছি।
জানা যায়, বেশ কয়েক বছর ধরে ওই বাড়ির শোবার ঘরের ছাদের প্লাস্টারবোর্ডে এই মৌমাছির চাক রয়েছে। অনেক দিন ধরে রাতের বেলায় ঘরের ভেতর গুনগুন শব্দ শুনতে পাচ্ছিলেন বাড়িতে বসবাসকারীরা। খবর বিবিসির
বাড়ির মালিকের নাতি বিবিসিকে জানায়, প্রতিটি চাকে প্রায় ৬০ হাজার মৌমাছি রয়েছে। মৌমাছি চাষ করে এমন একটি প্রতিষ্ঠান লচ নেস হানি কোম্পানির অ্যান্ড্রু কার্ডকে এসব মৌমাছির চাক অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে। কয়েক সপ্তাহ এসব চাক পর্যবেক্ষণে রাখা হবে। আগামী বছর এসব চাক থেকে মধু উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে।
শোবার ঘরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। এতে বিরাট মৌচাকে হাজার হাজার মৌমাছিকে উড়তে, নড়াচড়া করতে দেখা যায়।
অ্যান্ড্রু কার্ড দ্য প্রেস অ্যান্ড জার্নালকে বলেন, তাঁর ধারণা, প্রথম মৌচাক প্রায় সাত বছরের পুরোনো। বাকি দুটি গত কয়েক বছরের মধ্যে তৈরি হয়েছে। তিনি এ পর্যন্ত যত মৌচাক দেখেছেন, তার মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে বড়।
তিনি বলেন, প্রথমেই থার্মাল ইমেজিং ক্যামেরার সহায়তায় মৌচাক পরীক্ষা করে দেখা হয়েছে। প্লাস্টারবোর্ডের ভেতরে যে পরিমাণ মৌমাছি রয়েছে, তা তিনি ধারণাও করেননি।
তিনি আরও বলেন, ‘প্রথমে মৌমাছিদের অবস্থান বুঝতে আমি থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করি। এর মাধ্যমে আমি মৌমাছির সঠিক অবস্থান শনাক্তের ব্যাপারে একটা ধারণা পেয়ে যাই। এরপর প্লাস্টারবোর্ড খোলার কাজ শুরু করা হয়। আমার ধারণা ছিল, প্রতিটি মৌচাক তিন ফুট হতে পারে। কিন্তু বোর্ড খোলার পর দেখা যায়, একেকটি মৌচাক ৬ থেকে ৮ ফুট লম্বা।’
কার্ড বলেন, ‘আমার প্রত্যাশার চেয়ে মৌচাক বড় ছিল। এসব মৌচাকে ১ লাখ ৫০ থেকে ১ লাখ ৮০ হাজার মৌমাছি রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।