আন্তর্জাতিক ডেস্ক : ছুটিতে থাকা কর্মীর সাথে যদি অফিসের কাজে কোনো সহকর্মী যোগাযোগ করে বিরক্ত করেন তবে তাকে জরিমানা করা হবে। এমনই ঘোষণা দিয়েছে ভারতের মুম্বাইভিত্তিক টেক কোম্পানি ড্রিম ১১।
সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ড্রিম ১১ এর সহ-প্রতিষ্ঠাতা ভাবিত শেঠ।
সাক্ষাৎকারে ভাবিত শেঠ বলেন, ড্রিম ১১ কোম্পানির কোনো কর্মী যদি ছুটিতে থাকেন তবে ওই কর্মীর সাথে অফিসের কোনো কাজে যোগাযোগ করা যাবে না। যদি কোনো সহকর্মী যোগাযোগ করেন তবে তাকে এক লাখ রুপি জরিমানা দিতে হবে।
টেক কোম্পানি ড্রিম ১১ প্রত্যেক কর্মীর জন্য বছরে এক সপ্তাহের ছুটি নেওয়া বাধ্যকতামূলক করেছে। ওই সময়ে তিনি অফিস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন।
এক বিবৃতিতে ড্রিম ১১ জানিয়েছে, ড্রিম ১১ বিশ্বাস করে, যে ছুটি কোম্পানি থেকে দেওয়া হয় সেটা যদি কর্মীরা নির্ভেজালভাবে কাটাতে পারেন, তাহলে তারা পুনরায় উদ্যমী হয়ে উঠেন। তাদের মধ্যে শক্তি ফিরে আসে। এছাড়া কাজে ফিরে তাদের সর্বোচ্চ শ্রম দেওয়ার প্রস্তুতিতে সহায়তা করে।
ভাবিত শেঠ বলেন, প্রত্যেক কর্মী বছরে এক সপ্তাহের ছুটি পাবেন। ওই সময় তাকে কোনো সহকর্মী বিরক্ত করবে না। অফিস থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকবেন। কোনো ধরনের মেসেজ, মেইল বা ফোন করা হবে না। এতে ওই কর্মীর পুরো সপ্তাহ ভালো কাটবে। সাথে সাথে কোম্পানিও জানতে পারবে অফিসের অন্যরা তার ওপর নির্ভরশীল কিনা।
বিমানে নারী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ, জরিমানা-শাস্তি হল যাদের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।