আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসে অসহায় এতিম পরিবারের জন্য ৪০ লাখ সৌদি রিয়াল (১০ লাখ মার্কিন ডলার) খাদ্য সহায়তা দেওয়ার প্রকল্প শুরু করেছে সৌদি আরবভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ইনসান। ‘পবিত্র রমজানে এতিমকে আহার দিন’ প্রতিপাদ্যের এই প্রকল্পে অন্তত ১০ হাজার এতিম পরিবারের খাদ্য সহায়তা দেওয়া হবে।
সেবা গ্রহণকারীর মর্যাদার প্রতি লক্ষ্য রেখে সরাসরি খাদ্য দেওয়ার বদলে এর মূল্য পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। এর মাধ্যমে রমজানে সবচেয়ে বেশি প্রয়োজন এমন জিনিস কেনারও সুযোগ পাবে পরিবারগুলো। এক্ষেত্রে কেউ চাইলেই ইনসানের এই দাতব্য প্রকল্পে সহযোগিতা করতে পারবে। ইনসানের দাতব্য প্রকল্পের আওতায় এতিমদের খাদ্য সহযোগিতা ছাড়াও জাকাতের অর্থ, ঈদ উপহার ও শীতের পোশাক কার্যক্রম রয়েছে।
ইনসান চ্যারিটি কমিটি ফর অরফ্যানস কেয়ার সৌদি আরবের রিয়াদভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠান। এতিম ও অসহায় ব্যক্তিদের সহযোগিতার জন্য ১৯৯৯ সালে রিয়াদের তৎকালীন গভর্নর ও বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় তা প্রতিষ্ঠা লাভ করে।
সূত্র : আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।