১ মিনিটের মধ্যে সিলিং ফ্যান ঝকঝকে করার দারুন উপায়

সিলিং ফ্যান পরিস্কার

লাইফস্টাইল ডেস্ক : অনেকের কাছেই সিলিং ফ্যান পরিষ্কার করা একটা ঝামেলার কাজ। আর তাই তো আজ করব, কাল করব বলে তা আর করাই হয় না। ফলাফল, ফ্যানের ব্লেডজুড়ে ময়লা দ্বিগুণ, তিনগুণ!

সিলিং ফ্যান পরিস্কার

তাই জেনে রাখুন, এই পাঁচ উপায়, যা করলে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন আপনার সিলিং ফ্যান।

১. প্রথমেই বিছানার ওপর একটা পরিত্যক্ত চাদর পেতে ফেলুন। এতে ময়লা পরিষ্কার করার সময় বিছানাতে ময়লা পড়বে না। এবার হাতে নিন শুকনো কাপড়। প্রথমে হালকা হাতে পরিষ্কার করে নিন ফ্যানের ব্লেড।

২. শুকনো কাপড় দিয়ে ব্লেড মোছার পরই ভেজা কাপড় ব্যবহার করবেন। না হলে ব্লেড পরিষ্কার তো হবেই না, উল্টা ময়লা আটকে থাকবে ব্লেডে।

৩. পুরনো বালিশের কাভারের মধ্যে ফ্যানের ব্লেড ঢুকিয়ে দিন। তারপর কাপড়ের মুখ চেপে নিয়ে হালকা করে টেনে নিন। দেখবেন ময়লা সব কাভারের মধ্যে পড়ে ব্লেড পরিষ্কার হবে।

৪. ফ্যানের ব্লেড পরিষ্কার করতে ব্যবহার করুন পুরনো খবরের কাগজ। প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিয়ে খবরের কাগজ অল্প পানিতে ভিজিয়ে ব্লেড পরিষ্কার করুন।

ঠিকমত ঘুম না হলে এই সমস্যায় পড়বেন

৫. ফ্যানের ব্লেড পরিষ্কার করার সময় ডিটারজেন্টের সঙ্গে অল্প খাবার সোডা মিশিয়ে নিন। এতে ঝকঝকে হবে আপনার ফ্যানের ব্লেড।