আন্তর্জাতিক ডেস্ক : বেতন বাড়ানোর দাবিতে নাইজেরিয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। এ অবস্থায় সরকারি এক কর্মচারি বেঁচে থাকার করুণ অবস্থা বিবিসির কাছে তুলে ধরেছেন। তিনি বলেন, সরকার মাসিক যে বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন তাতে এক বস্তা চাল কেনার মতো সামর্থ হচ্ছে না। খবর বিবিসি
শ্রমিকরা বিদ্যুতের জাতীয় গ্রিড বন্ধ করে দেওয়ায় দেশটির অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় পড়েছে।
নিরাপত্তাকর্মী মালাম মাগাগি গারবা বলেন, তার পরিবারের জন্য ৫০ কেজি চাল দরকার। যার মূল্য ৭৫ হাজার নায়রা। এছাড়া অন্যান্য খরচ তো রয়েছে। বর্তমানে তার বেতন ৩০ হাজার নায়রা। যা সরকার দ্বিগুন করার প্রস্তাব দিয়েছেন।
এদিকে বর্তমান বাজার দরের অবস্থা অনুযায়ী নাইজেরিয়া লেবার কংগ্রেস এবং ট্রেড ইউনিয়ন কংগ্রেস মাসিক বেতন ৪ লাখ ৯৪ হাজার নায়রা (২৯০ ইউরো) বাড়ানোর প্রস্তাব করেছে। কিন্তু সরকার তাদের দাবি অযৌক্তিক হিসেবে বর্ণনা করেছেন। সরকার বলছেন, এর ফলে অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। অনেকে চাকরি হারাবে। কারণ এর ফলে অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতন দিতে পারবে না। এতে তারা তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিবে।
এদিকে ধর্মঘটের কারণে দেশটির স্কুল, হাসপাতাল এবং অফিসও বন্ধ রয়েছে। দেশটির একমাত্র ব্যস্ত বিমানবন্দর মুর্তালা মুহাম্মাদ লাগোজ আন্তর্জাতিক বিমানবন্দরেও অচল অবস্থা তৈরি হয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে অনেক যাত্রী অভ্যন্তরীণ বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন।
স্থানীয় সময় রাত ২টা থেকে দেশটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে থাকে। কখন বিদ্যুৎ সংযোগ দেয়া হবে তারও ঠিক নেই। এ অবস্থায় অনেকে ব্যবসায়ীক কার্যক্রম চালু রাখতে জেনারেটর ব্যবহার করছে।
মাগাজি দেশটির উত্তরাঞ্চলীয় শহর কানোতে শিক্ষামন্ত্রণালয়ে কাজ করছেন। তিনিসহ তার পরিবারে ১৪ জন সদস্য রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে তারা টিকে থাকার চেষ্টা করছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্ততপক্ষে এমন কিছু পরিমাণ অর্থ বাড়ানো উচিত যা দিয়ে আমরা বাঁচতে এবং খেতে পারি। এটা ঠিক হবে না যে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা লাখ লাখ টাকা আয় করবেন আর আমাদের মতো কর্মীরা মাসে খেতেও পারবে না।
এক বছর আগে দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে বোলা টিনুবো দায়িত্ব নেয়ার পর জ্বালানিতে ভর্তুকি তুলে দেয়া হয় এবং নায়রার মূল্যের পতন দ্বিগুণ হয়ে যায়।
প্রেসিডেন্ট বোলা টিনুবো বলেন, অর্থনৈতিক সংস্কারে যে পদক্ষেপ নেয়া হয়েছে তা দীর্ঘ মেয়াদি সুফল বয়ে আনবে। যদিও স্বল্প মেয়াদে মুদ্রাস্ফীতি ৩৪ শতাংশ বেড়েছে।
খোলামেলা দৃশ্যে সমস্ত সীমা অতিক্রম করলেন এই অভিনেত্রী, ভাইরাল ভিডিও একা দেখুন
এদিকে নাইজেরিয়ার সরকার মার্কিন ডলারের বিপরীতে নায়রার মূল্য উঠিয়ে দিচ্ছে। ফলে গত মে মাসে ১০ হাজার নায়রা দিয়ে ২২ ডলার ক্রয় করা যেত। কিন্তু এখন সেখানে মাত্র ৬.৮০ ডলার ক্রয় করা যাচ্ছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.