এক মাসে ৫৬ বার হামলার শিকার যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : গত এক মাসে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ৬০টি হামলার ঘটনা ঘটেছে।সর্বশেষ মঙ্গলবার পূর্ব সিরিয়ায় মিশন সাপোর্ট সাইট ইউফ্রেটিস থেকে আধা কিলোমিটারের মধ্যে একটি রকেট হামলা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, ইরান-সমর্থিত জঙ্গিরা এক মাসের কম সময়ে ইরাক এবং সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর অন্তত ৫৬ বার হামলা করেছে।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের দাবি, তারা ইরানকে আক্রমণ থেকে বিরত রাখতে সক্ষম হচ্ছে। তবে হামলায় ৫০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। কোনো মার্কিনি মারা যায়নি।

এই হামলার ঘটনায় ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটররা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি-এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন।

বিদেশী নারীদের পটিয়ে বিয়ে করেছেন এই ৪ ভারতীয় ক্রিকেটার

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীর প্রাক্তন কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সেনা কমিয়ে আনায় ইরান সাহসী হয়ে উঠেছে। তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা বাড়িয়েছে।