বিনোদন ডেস্ক : বলিউডে তিন দশকের বেশি সময় পার করেছেন অভিনেতা আমির খান। ঝুলিতে রয়েছে ‘রাজা হিন্দুস্তানি’, ‘লগান’, ‘ফানা’, ‘রং দে বাসান্তি’, ‘থ্রি ইডিয়টস’, ‘গজনি’, ‘তারে জমিন পার’, ‘পিকে’, ‘সরফরোশ’, ‘দঙ্গল’র মতো অসংখ্য সুপারহিট সিনেমা। যেগুলো কালের গণ্ডি পেরিয়ে পেয়েছে ক্লাসিকসের তকমা। একসময় তিনি ছিলেন পরিচালকদের প্রথম পছন্দ। তবু বছরে একটি বা দুটির বেশি ছবিতে সচরাচর দেখা যায়নি মিস্টার পারফেক্টশনিস্টকে। আবার কোনো কোনো নতুন সিনেমার জন্য থাকে দীর্ঘদিনের বিরতি।
সিনে বিশ্লেষকদের মতে, বছরে একটি বা দুটি সিনেমা বেছে নেওয়ার অন্যতম কারণ চিত্রনাট্য। আমির তাঁর অনন্য প্রতিভায় এমন একটি চিত্রনাট্যে কাজ করেন, দর্শকরা যেটি তুমুলভাবে পছন্দ করবেন। ফলে বছরে অভিনেতার সিনেমার সংখ্যা নেহায়তই কম।
স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে কৌতূহল যে, আমিরের হাতে কোনো সিনেমা যখন না থাকে, তখন তিনি কী করেন? কীভাবে সময় কাটে তাঁর?
আমির খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছে তা-ও প্রায় দুই বছর হলো। এরমধ্যে নতুন ছবির খবরে নেই তিনি। আসলে আমির শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নন। বলিউডে তাঁকে বলা হয় ‘জিনিয়াস অব মার্কেটিং’। যে কারণে প্রযোজনাতেও তিনি বেশ সফল। সাম্প্রতিক সময়ের ‘লাপাত্তা লেডিস’ কিংবা অনেক আগের ‘লগান’ ছবির জনপ্রিয়তা থেকে তা আঁচ করা যায়।
বন্যার কবলে আমির খান, অভিযান চালিয়ে উদ্ধার করল ফায়ার সার্ভিসবন্যার কবলে আমির খান, অভিযান চালিয়ে উদ্ধার করল ফায়ার সার্ভিস
ব্যবসায়িকভাবেও সফল আমির। চলচ্চিত্রে অভিনয়-প্রযোজনার পাশাপাশি বিজ্ঞাপন, টেলিভিশন শো ও নানা চুক্তি নিয়ে ব্যস্ত থাকেন তিনি। বিভিন্ন কোম্পানির সঙ্গে তাঁর অ্যান্ডোর্সমেন্ট রয়েছে।
জানা গেছে, অভিনেতার বর্তমান সম্পত্তির পরিমাণ ২০০-২৩০ মিলিয়ন ডলার। মাসিক আয় ১২ কোটি রুপির বেশি। বাৎসরিক আয় ১৫০ কোটি রুপির বেশি।
পণ্যের বিজ্ঞাপনে ১০ থেকে ১৫ কোটি রুপি চার্জ করেন আমির। টেলিভিশন অনুষ্ঠানে প্রতি পর্বের জন্য ন্যূনতম ৩ কোটি।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে আমির খানের বিনিয়োগ রয়েছে। এর মধ্যে সিকোইয়া ক্যাপিটাল, ম্যাট্রিক্স পার্টনার্স ও কালারি ক্যাপিটাল উল্লেখযোগ্য। বেঙ্গালুরুতে রয়েছে ফার্নিচার কোম্পানি ফুর্লেনকো। বর্তমান বাজার মূল্যে যার মূল্য ২৫০ কোটি রুপির বেশি।
অর্থাৎ সিনেমা না থাকলেও বছরব্যাপী অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকতে হয় আমিরকে। আর অবসরে পরিবারকে সময় দিতে বেশি পছন্দ করেন অভিনেতা। পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন বই পড়তেও ভীষণ ভালোবাসেন। আর টুইটার (বর্তমানে এক্স) তো রয়েছেই, দিনশেষে ফেইক অ্যাকাউন্টট থেকে খানিকটা চোখ ভুলিয়ে নেন সেখানে। দেখে নেন, ট্রেন্ডিংয়ে রয়েছে কোন কোন সিনেমা?
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, সেলিব্রেটি নেট ওয়ার্থ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।