আন্তর্জাতিক ডেস্ক : গরু। এই নামটি কানে আসলেই আমাদের সবার আগে মনে আসে কৃষিকাজ। গরুর ব্যবহার আরও অনেক কাজে করা হয়ে থাকে। বিভিন্ন জাত অনুসারে গরুর নানা ধরণের দামও হয়ে থাকে। তবে নিলামে যদি কোনও গরুর দাম হয় মিলিয়ন ডলার তাহলে তার মধ্যে বিশেষ কিছুতো থাকবেই।
সম্প্রতি ব্রাজিলে একটি গরু বিক্রি করা হয়েছে ৪.৮ মিলিয়ন ডলারে। এ গরুটির দাম ভিটানিয়া ১৯। এটি ব্রাজিলের ইতিহাসে সবথেকে দামী একটি গরু। এর ওজন ১১০১ কেজি। এত বেশি ওজনের গরু হওয়ার পরও এই গরুটি অনেক বেশি কাজ করতে পারে।
বর্তমানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের বইতেও নিজের নাম তুলে নিয়েছে এই গরু। এখানেই শেষ নয়, তাকে মিস সাউথ আফ্রিকা হিসাবেও আখ্যা দেয়া হয়েছে। শারীরিক দিক থেকে এই গরু অতি শক্তিশালী।
ফলে অন্যদের তুলনায় এটি অনেক বেশি কাজ করতে পারে। একেবারে দুধের মতো সাদা এই গরুটি যে দুধ দেয় সেখানেও থাকে অনেক বেশি পুষ্টিগুন। এর আরও একটি বৈশিষ্ট্য হল এই গরুটি অন্য গরুদের তুলনায় অনেক বেশি সময় ধরে না খেয়ে থাকতে পারে। ফলে একে দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নেয়া যায়। তবে কাজের শেষে এই গরু তার পর্যাপ্ত আহার গ্রহণ করে।
iPhone-এ আসছে নীল ভিডিও দেখার অ্যাপ, নতুন নিয়মে বাধ্য অ্যাপল!
যারা এই গরুকে ব্যবসার কাজে ব্যবহার করেন তারা জানেন এটি যে শাবক প্রসব করে তারও জোর অনেক বেশি হয়। ফলে ছেলেবেলা থেকেই সেই শাবক অনেক বেশি সক্রিয় থাকে। তাই এই গরুর দাম অন্যদের তুলনায় অনেক বেশি থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।