লাইফস্টাইল ডেস্ক : কথায় বলে, টাকা থাকলেই পকেট গরম। নাহলেই ফক্কা। হাতে টাকা থাকলে মনের ইচ্ছে মতো খরচ করতে পারেন অবলীলায়। কিন্তু কখনও ভেবে দেখেছেন এই যে টাকা কিংবা পয়সা খরচ করেন, তা তৈরি করতে কত খরচ করতে হয়?
১৯৯২ সাল থেকে এক টাকার কয়েন ব্যবহার করা হচ্ছে। সময়ের সঙ্গে বদলেছে কয়েনের ধরন, আকার। ইদানীং যদিও এক টাকার কয়েনের ব্যবহার অনেকটাই কমে গিয়েছে। কিন্তু জানলে অবাক হবেন এই এক টাকার একটা কয়েন তৈরি করতে কত খরচ হয়। অন্তত সাম্প্রতিক একটি রিপোর্ট তেমনই তথ্য দিচ্ছে।
স্টেইনলেস স্টিলের তৈরি এক টাকার কয়েনের ব্যাস ২১.৯৩ মিমি, পুরুত্ব ১.৪৫ মিমি এবং ওজন ৩.৭৬ গ্রাম। ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী, এই এক টাকার কয়েন তৈরি করতেই নাকি খরচ হয় ১ টাকা ১১ পয়সা। অর্থাৎ ১ টাকার কয়েনের বাজার মূল্যের থেকে তৈরির খরচ বেশি!
এক টাকার কয়েনের তুলনায় অন্যান্য মূল্যের কয়েন তৈরি করতে কিছুটা কম খরচ হয়। যেমন দু’ টাকার কয়েনের জন্য খরচ হয় ১.২৮ টাকা। পাঁচ টাকার কয়েন তৈরি করার জন্য ৩.৬৯ টাকা, এবং ১০ টাকার কয়েন তৈরি করার জন্য মাত্র ৫.৫৪ টাকা খরচ হয়।
ভারতে রিজার্ভ ব্যাঙ্ক কয়েন এবং টাকার নোট ছাপানোর কাজ করে। কিন্তু টাকার মূল্য বেশি হলেও কয়েন তৈরি করতে বেশি খরচ হয়। আসলে নোট ছাপানোর ক্ষেত্রে অনেক ধরনের নিরাপত্তাজনিত নিয়ম মেনে চলতে হয়। একইসঙ্গে কাগজের নোটের আয়ুও খুব কম। তুলনায়, কয়েন বছরের পর বছর চলতে থাকে।
রিজার্ভ ব্যাঙ্কের জারি করা রিপোর্টে জানা গিয়েছে, নোট যত বড় হয়, ছাপার খরচ তত কমতে থাকে। আরবিআই-এর মতে, ২০ টাকার নোট ছাপতে ৯৫ পয়সা খরচ হয়, যেখানে ৫০ টাকার নোট ১ টাকা ১৩ পয়সায় ছাপা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।