লাইফস্টাইল ডেস্ক : বাঙালীদের এক ঐতিহ্যবাহী পোশাক শাড়ি। আঙ্গুলের প্যাঁচে ক্ষণিকেই বাঙালী মেয়েরা শাড়ি পরে নেয়। ফ্যাশন এবং গুণগত মান অনুযায়ী শাড়ির দামও কম বেশি হয়ে থাকে। তবে কখনও কী শুনেছেন ২ লাখ টাকায় কেউ এই শাড়ি পরিয়ে দেয়? হ্যাঁ শুধু শাড়ি পরিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন কলকাতার এক গৃহবধূ। নাম ডলি জৈন।
ডলির জন্ম ভারতের রাঁচীতে। বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। যদিও ডলির পরিবার রাজস্থানের বাসিন্দা। এ হেন ডলি একজন সাধারণ গৃহবধূ হয়েই থেকে যেতে পারতেন। কিন্তু ২০০৬ সালে কলকাতার এমন একটি পরিবারে বিয়ে হল ডলির, যেখানে শাড়ি ছাড়া অন্য কিছুই পরার অনুমতি নেই। কলকাতার গৃহবধূ ডলি নিজের পরিচয় দেন ‘ড্রেপিং আর্টিস্ট’ হিসাবে। ডলির দাবি, তিনি ১২ হাতের একটি কাপড়কে ৩৬০ রকম স্টাইলে পরাতে পারেন। তবে তাঁর এই দক্ষতার কৃতিত্ব যত না তাঁর নিজের, তার চেয়ে অনেক বেশি তাঁর শ্বশুরবাড়ির।
ডলি জানিয়েছেন, কলকাতায় এসে শাড়ি ছাড়া অন্য কিছুই পরতে পারতেন না তিনি। সেই শাড়িও পরতে রোজ ৪৫ মিনিট সময় লাগত তাঁর। কিছুটা নিজের প্রয়োজনেই ডলির শাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু। সময় বাঁচাতে নানা রকম ভাবে শাড়ি পরতেন ডলি। তাঁর সেই শাড়ি পরার স্টাইলের প্রশংসাও হতে শুরু করে। ডলি জানিয়েছেন, শাড়ি নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা ক্রমেই ভাল লাগার জায়গায় পৌঁছায় তাঁর।
এক সাক্ষাৎকারে ডলি বলেছেন, ছোট থেকেই পুতুলকে নানাভাবে শাড়ি পরাতেন তিনি। সেই পুরনো নেশা হঠাৎ পেয়ে বসে তাঁকে। একটি ম্যানিকুইন কিনে তাকে নানাভাবে শাড়ি পরানো অভ্যাস করতেন ডলি। এমনও হয়েছে, মাঝরাতে নতুন কোনও শাড়ির স্টাইলের কথা মনে পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে তা পরীক্ষা করেছেন তাঁর ম্যানিকুইনের উপর। ডলির আঙুলের ছোঁয়ায় নাকি সাধারণ শাড়িও ভোল পাল্টে ফেলে! এমনই বিশ্বাস ফ্যাশন দুনিয়ায়। বলিউড তারকারা তাই ইদানীং নামী ব্র্যান্ডের ‘কুতুর’ গাউন ছেড়ে শাড়ি হাতে শরণাপন্ন হন ডলির।
গত কয়েক বছরে শত শত বলিউড তারকাদের শাড়ি পরিয়েছেন ডলি। সম্প্রতি প্যারিসের কান চলচিত্র উৎসবে সারা আলি খানকে ভারতীয় ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার হাতে তৈরি সরু পাড় সাদা শাড়িটি পরিয়ে দিয়েছিলেন ডলি। শুধু তাই নয় নতুন বিয়ে করা জুটি কিয়ারা আড্বানী এবং সিদ্ধারত মানহোত্রার বিয়েতে উপস্থিত সকল তারকাদেরে শাড়ি পরিয়েছেন ডলি। প্রিয়ঙ্কা চোপড়াকে বিয়ের সাজে সাজিয়েছিলেন ডলি। দীপিকা পাড়ুকোনের বিয়ের শাড়িও ডলির পরানো। এমনকি আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, নয়নতারাকেও তাঁদের বিয়ের দিনে শাড়ি পরিয়েছিলেন ডলিই।
তবে ডলির জনপ্রিয়তা শুধু বলিউডের গণ্ডিতে আটকে নেই। ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানীর কন্যা ইশা অম্বানীকে বিয়ের শাড়ি পরিয়েছেন ডলি, শাড়ি পরিয়েছিলেন মুকেশের পুত্রবধূ শ্লোক মেহতা এবং হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের বাগদানের অনুষ্ঠানেও। আবার ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর বিয়েতে তাঁর স্ত্রী নাতাশাকেও শাড়ি পরানোর জন্য ডাক পড়েছিল ডলির।
সবচেয়ে হট ওয়েব সিরিজ রিলিজ হলো, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
ডলির অনুরাগীদের দাবি, শাড়ি পরানোর জন্য হয়তো একটু বেশিই দাম নেন ডলি। কিন্তু তাঁর আঙুল, কয়েকটি সেফটিপিন, আর সুইসুতোর কেরামতি ম্যাজিক দেখাতে পারে। বলিউড অভিনেত্রী রবিনা টেন্ডন নাকি এক বার ডলিকে বলেছিলেন, ‘তোমার হাতে সেফটিপিনের যাত্রা নিয়ে একটা বই লিখে ফেলো তুমি।’ ডলির শাড়ি পরানোর প্রশংসা করে দীপিকাও বলেছিলেন, ‘তোমার হাতে পড়লে অবাধ্য শাড়িও বাধ্য হয়।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.