বিনোদন ডেস্ক : একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কত টাকা নেন আলিয়া? টাকার অঙ্কটা জেনে চোখ কপালে উঠছে তাঁর অনুরাগীদের। বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট যেমন ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেন।
তেমনই সোশ্যাল মিডিয়া পোস্টের জন্যও একটা মোটা টাকা পারিশ্রমিক নেন। সম্প্রতি বেশ কিছু সূত্রে তেমনই একটি তথ্য প্রকাশ করা হয়েছে। যে তথ্যে জানা যাচ্ছে, একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কত টাকা নেন আলিয়া। টাকার অঙ্কটা জেনে চোখ কপালে উঠছে তাঁর অনুরাগীদের।
আলিয়া ভট্টের জনপ্রিয়তা কতটা, সে সম্পর্কে বলাই বাহুল্য। চলতি বছর তাঁর যে কয়েকটি ছবি মুক্তি পেয়েছে, তার প্রত্যেকটিই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। পাশাপাশি, চলতি বছরই প্রথম হলিউড ছবির কাজ শুরু করেছেন তিনি। এর ফলে, আলিয়া ভট্টের ব্র্যান্ড ভ্যালু বেড়ে গিয়েছে আরও অনেকটা। সম্প্রতি বেশ কিছু সূত্রে আলিয়া ভট্টের সোশ্যাল মিডিয়া পোস্ট পিছু টাকা নেওয়ার অঙ্ক দেওয়া হয়েছে। যে তথ্য থেকে জানা যাচ্ছে যে, একটা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন অথবা পোস্ট করার জন্য ৮৫ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা নেন তিনি।
সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন আলিয়া ভট্ট। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যাও নজরকাড়া। ইনস্টাগ্রামে তাঁকে ৬৮.৭ মিলিয়ন ব্যবহারকারী ফলো করে। আবার টুইটারে তাঁকে ফলো করে ২১.৫ মিলিয়ন ব্যবহারকারী। আলিয়া ভট্টের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে, তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে নেওয়া টাকার অঙ্কের পরিমাণও। অন্য আর একটি সূত্রে বলা হচ্ছে, একদিনের জন্য কোনও ব্র্যান্ড শ্যুট করতে আলিয়া দেড় কোটি টাকা থেকে আড়াই কোটি টাকা নেন।
যদিও পুরোটাই নির্ভর করে তিনি কোন ব্র্যান্ডের জন্য শ্যুটিং করছেন। বেশ কয়েকটি বড় বড় সংস্থার জন্য বিজ্ঞাপনে দেখা যায় আলিয়াকে। ক্যাডবেরি, ফ্লিপকার্ট, কর্নেটো, লেস, মান্যবর এবং আরও বেশ কিছু নামী সংস্থার বিজ্ঞাপনী মুখ হিসেবে দেখা যায় অভিনেত্রীকে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, ২০২১ সাল পর্যন্ত আলিয়া ভট্টের ব্র্যান্ড ভ্যালু ছিল ৬৮.১ মিলিয়ন ডলার।
প্রসঙ্গত, আলিয়া ভট্টকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে ‘আরআরআর’ ছবিতে। এছাড়াও চলতি বছরে মুক্তি পাওয়া তাঁর ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ খুব অল্প দিনের মধ্যেই একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘ডার্লিংস’। এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। একাধিক ছবির কাজ হাতে রয়েছে অভিনেত্রীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।