রাশিয়া ইউক্রেনের উপর তার দাবি দ্বিগুণ করছে। মস্কো জানিয়েছে, তারা চলতি বছর কিয়েভের পাঁচ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছিলেন, মস্কোর বাহিনী পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক এবং উত্তর খারকিভ অঞ্চলের ভোভচানস্ক দখল করেছে। রাশিয়ান বাহিনী দোনেৎস্কের লিমান এবং কোস্টিয়ান্টিনিভকার অন্তত অর্ধেক এবং দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াপোল দখল করেছে।
ইউক্রেন পর্যবেক্ষকরা অবশ্য ভিন্নমত পোষণ করেছেন। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, স্যাটেলাইট এবং ওপেন-সোর্স ভিজ্যুয়াল প্রমাণ পুতিনের দাবির সাথে সাংঘর্ষিক।
সংস্থাটি লিখেছে, “আইএসডব্লিউ এই দাবি করা কোনো দখল বা ব্যাপক অগ্রগতির কোনো প্রমাণ দেখেনি এবং কেবল হুলিয়াপোলের ৭ দশমিক ৩ শতাংশ এবং লিমানের ২ দশমিক ৯ শতাংশে (অনুপ্রবেশ অভিযান বা আক্রমণের মাধ্যমে) রাশিয়ার উপস্থিতির ইঙ্গিত দেয় এমন প্রমাণ দেখেছে।”
আইএসডব্লিউ আরো অনুমান করেছে যে রাশিয়া কোস্টিয়ানটিনিভকার ৫ শতাংশের বেশি দখল করেনি।
সংস্থাটি বলেছে, “এমনকি রাশিয়ান মিলিটর ব্লগারদের (সামরিক সাংবাদিকদের) দাবি করা অগ্রগতি পুতিনের অনেক দাবিকে সমর্থন করে না। মিলিটর ব্লগাররা দাবি করেছেন যে রাশিয়ান বাহিনী লিম্যানের প্রায় ৭ শতাংশ এবং কোস্টিয়ানটিনিভকার ১১ শতাংশ দখল করেছে।”
ক্রেমলিন খারকিভের কুপিয়ানস্ক এবং দোনেৎস্কের পোকরোভস্কের সম্পূর্ণ দখলে থাকার দাবিও করেছে। আইএসডব্লিউ অনুমান করেছে যে রাশিয়া খারকিভের ৭ দশমিক ২ শতাংশের বেশি দখল করেনি এবং ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী পোকরোভস্কের ১৬ বর্গকিলোমিটার থেকে রাশিয়াকে তাড়িয়ে দিয়েছে।
১৮ ডিসেম্বর রাশিয়ার কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি গেরাসিমভ বিদেশী সামরিক কর্মকর্তাদের কাছে বছরের শেষের একটি প্রতিবেদন প্রদান করেছিলেন। সেখানে দাবি করা হয় যে রাশিয়া চলতি বছর ইউক্রেনের ছয় হাজার ৩০০ বর্গকিলোমিটার দখল করেছে, যা এক সপ্তাহ আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভের দাবি করা ছয় হাজাার বর্গকিলোমিটার এর চেয়ে সামান্য বেশি।
কিন্তু আইএসডব্লিউ অনুমান করেছে যে রাশিয়া চার হাজার ৯৮৪ বর্গকিলোমিটারের বেশি দখল করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



