জুমবাংলা ডেস্ক : বগুড়া সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ জনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।
আটককৃতরা হলেন- চন্দনবাইশা ইউনিয়নের চর চন্দনবাইশা গ্রামের লাল্টু মিয়া (৪৫), ঘুঘুমারী উত্তর পাড়ার রঞ্জু আলম (৩৫), নিজ চন্দনবাইশা গ্রামের আলিউল আজিম বাবু (৩৫), মিজানুর রহমান (৪৫), আদবাড়িয়া গ্রামের আব্দুল আজিজ (৪০), চর চন্দনবাইশা গ্রামের আপেল মাহমুদ (৪২), ঘুঘুমারী গ্রামের আইয়ুব আলী (৩৩), দেলোয়ার হোসেন (৪০), কুতুবপুর ইউনিয়নের মাহবুব আলম (৩৬) এবং কর্ণিবাড়ী ইউনিয়নের আবু সাঈদ (৩৬)।
উপজেলা প্রশাসন এবং থানা সূত্রে জানা গেছে, উপজেলার চন্দনবাইশা ইউনিয়নে যমুনা নদী থেকে ৪টি গভীর খননযন্ত্র বসিয়ে ১২টির বেশি বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতেন অসাধু বালু ব্যবসায়ীরা। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে যৌথবাহিনী।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু ব্যবস্থাপনা আইনে আটককৃতদের নিকট থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করতে প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।