বিনোদন ডেস্ক : ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে পশ্চিমবঙ্গের ইধিকা পাল এখন আমাদের সবার প্রিয় হয়ে উঠেছেন। সুন্দরী এই অভিনেত্রীর রূপের পাশাপাশি ফ্যাশন সেন্সের প্রশংসা না করে পারা যায় না। এথনিক পোশাকে তিনি যেমন আকর্ষণীয়, ওয়েস্টার্নেও কম যান না।
স্টাইল আর সাজের ব্যাপারে বেশ সচেতন এই নায়িকা। হালফ্যাশনের পাঠকদের জন্য আজ রইল ফ্যাশনিস্তা এই অভিনেত্রীর বেশ কিছু লুক।
ভারতীয় ডিজাইনার অনুশ্রী মালহোত্রার পোশাকে ফ্রেমবন্দী হয়েছেন ইধিকা। এই ডিজাইনারের আউটফিট বেশ পছন্দ তাঁর। পরেছেন ধূসর-সাদা টাইডাই করা একটি হাফস্লিভ শার্ট। এই শার্টের প্রধান আকর্ষণ, সুতার বুননের নকশায় জমিনে ফুটিয়ে তোলা ‘অবিভক্ত বাংলা’র মানচিত্র। এর সঙ্গে ইধিকার স্টাইলিংয়ে জুটি বেঁধেছে ডেনিম শর্টস। কানে পরেছেন খুব সুন্দর একটি পাটের তৈরি হ্যান্ডমেড দুল। উঁচু করে পনিটেল করেছেন তিনি আর সাজে রেখেছেন গোলাপি আভা
ফ্লোরাল মোটিফের খুব সুন্দর একটি গোলাপি শাড়িতে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। এ পোশাকটিও ডিজাইনার অনুশ্রী মালহোত্রার। অভিনেত্রী শাড়ির সঙ্গে বেছে নিয়েছেন স্পেগেটি স্লিভ ব্লাউজ। পাশ সিঁথি করে ছেড়ে রাখা চুল, মিনিমাল গোলাপি আভার সাজ আর গলায় পরা কাপড়ের তৈরি ম্যাচিং চোকার তাঁর লুকে এনেছে বাড়তি আকর্ষণ
ফুলস্লিভ শর্ট ড্রেসে ইধিকার দিক থেকে যেন চোখ সরানোই দায়। তাঁর আবেদন ছাড়ানো লাল জামার ওপরে ফুটে উঠেছে নানা রঙের অ্যাবস্ট্র্যাক্ট আর্ট। এর সঙ্গে তাঁর ব্যাক ব্রাশ করা হেয়ারস্টাইল, কপার গোল্ড জুয়েলারি আর চোখের সাজ লুকে যোগ করেছে ভিন্ন আবেদন
ওয়াইল্ড প্রিন্টের সবুজ জর্জেট শাড়ির সঙ্গে স্ট্রাইপের বোটনেক ব্লাউজে ইধিকাকে বেশ লাগছে। বাঙালি নারীর শাড়িপ্রীতি বলে কথা। এর সঙ্গে তাঁর সাজে প্রাধান্য পেয়েছে কাজল আর টিপ। গলায় পরেছেন সোনালি চোকার আর হাতে কাফ
গোলাপি ব্লেজারে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী
ডিজাইনার অনুশ্রী মালহোত্রার নেভিব্লু রঙের ওভারসাইজ কটন শার্ট পরেছেন ইধিকা। শার্টের এক পাশে রয়েছে স্ট্রাইপ প্যাটার্ন, অন্য দিকে জামদানি মোটিফ। এর সঙ্গে তাঁর স্টাইলিংয়ে যোগ হয়েছে ডেনিম শর্টস, হলুদ রঙের ব্যাগ আর পায়ে পরা অ্যাঙ্কেল লেন্থ বুট। তিনি কানে পরেছেন খুব সুন্দর একটি হ্যান্ডমেড দুল
আইভরি রঙের সালোয়ার–কামিজে ইধিকা। কামিজ আর ওড়নার জমিনে শোভা পাচ্ছে ফ্লোরাল সুচিকর্ম
বটল গ্রিন কো–অর্ড আউটফিটে লাস্যময়ী রূপে হাজির হয়েছেন ইধিকা। ছবিতে তাঁর গ্ল্যাম লুক ফুটে উঠেছে
রিপড জিনস, কালো টি–শার্ট আর ওভারকোটে ক্যাজুয়াল লুকে ক্যামেরাবন্দী হয়েছেন ইধিকা। চোখে পরা কালো সানগ্লাস তাঁর লুকে একধরনের কনফিডেন্স তৈরি করেছে
ওয়ান শোল্ডার লাল গাউনে ইধিকা সত্যিই আকর্ষণীয়
সিকুইনসজ্জিত কালো পার্টি গাউনে নায়িকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।