মৌলভীবাজারে ১০ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার

Land

জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালীর দখলে থাকা ২০ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

Land

শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১০ কোটি মূল্যের জমি উদ্ধার করা হয়।

উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া এলাকায় দখলকৃত জমিতে রোকনটিলা নামে একটি ইকোপার্ক নির্মাণ করেছিলেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রোকন। জেলা প্রশাসনের নেতৃত্বে ওই জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সাইনবোর্ড টানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। তাকে সহায়তা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ও পিয়াস চন্দ্র দাস।

অভিযানে কুলাউড়া থানার এসআই আমির হোসেন আমু, এএসআই জরিফ উদ্দিনসহ পুলিশ সদস্যরাও অংশ নেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ বলেন, ‘জেলাজুড়ে সরকারি খাসজমি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। রাঙ্গিছড়া মৌজার ৮৫৪ ও ৮৬৮ দাগে অবৈধ দখলে থাকা ২০ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। এসব জমিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রোকন ইকোপার্ক নির্মাণ করেছিলেন। ’

মুক্তি পেল সাহসী ওয়েব সিরিজ, দেখুন দরজা বন্ধ করে

তিনি আরও বলেন, ‘অবৈধ স্থাপনা অপসারণ করে জমি উদ্ধার করা হয়েছে। জেলায় যেখানে-সেখানে খাসজমি দখলের তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলোও পর্যায়ক্রমে উদ্ধারের জন্য অভিযান চলবে। ’