Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home যে ১০ দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের কম খরচে পড়ার সুযোগ
    Bangladesh breaking news শিক্ষা

    যে ১০ দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের কম খরচে পড়ার সুযোগ

    July 26, 2024Updated:July 26, 20248 Mins Read

    জুমবাংলা ডেস্ক : উচ্চশিক্ষা লাভের জন্য বর্তমানে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী নিজ দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছে বিদেশে। উচ্চমাধ্যমিকের পর আমাদের সবারই কমবেশি স্বপ্ন থাকে উন্নত দেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার। কিন্তু বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীর যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক দিকনির্দেশনার অভাবে বিদেশে উচ্চশিক্ষার এই স্বপ্ন অধরা থেকে যায়। বিদেশে উচ্চশিক্ষার কথা শুনলে প্রথমেই যে প্রশ্নটি আমাদের মাথায় ঘুরপাক খায়, সেটি হলো কোন দেশে সাধ্যের ভেতর উচ্চশিক্ষা লাভ করা সম্ভব।

    edu

    যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চান, তার মান অবশ্যই বড় একটি ব্যাপার। তবে টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, ভবিষ্যতে চাকরির বিষয়টিও বিবেচনায় রাখাটা জরুরি। এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশ বিদেশিদের কম খরচে পড়ার সুযোগ দেয়। আর্থিক সংকুলান না হলে আছে স্কলারশিপের ব্যবস্থা। এমন কিছু দেশ আছে যারা বিদেশি শিক্ষার্থীদের জন্য খুবই কম খরচে উন্নত শিক্ষার পাশাপাশি চাকরিরও সুযোগ প্রদান করে। ফলে, শিক্ষা ও জীবনধারণের ব্যয় সহজ হয়ে যায়।

    নিচে বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় কম এমন দেশগুলোর মধ্যে ১০ টির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

    ১. জার্মানি
    বর্তমানে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের প্রথম পছন্দ জার্মানি। এর মূল কারণ জার্মানিতে উচ্চশিক্ষায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোন টিউশন ফি। স্নাতক প্রোগ্রামে ও বেশিরভাগ স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য সাধারণত ফি নেই। তবে কিছু স্নাতকোত্তর প্রোগ্রামে টিউশন ফি থাকলেও তা অন্যান্য দেশের তুলনায় কম।

    তবে জার্মানিতে স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে অথবা জার্মানি ভাষা জানতে হবে। জার্মানে সরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি বিনামূল্যে পড়তে পাড়লেও, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনের ক্ষেত্রে টাকা লাগে। তাই, যাওয়ার আগে অবশ্যই স্কলারশিপ এর অধীনে কি কি সুবিধা উপভোগ করতে পারবেন তা দেখে যাবেন।

    উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
    * ব্যাংক সল্ভেন্সি: ১২ লাখ টাকা দেখাতে হয়। আর পরে, ৯০ হাজার করে প্রতি মাসে তুলতে পারবেন।
    * পড়াশোনা: প্রতি সেমিষ্টারে সেমিষ্টার কনট্রিবউশন ১০ থেকে ৩০ হাজারের মত টাকা লাগে। আর এই টাকার কারণে আপনার পরিবহন টিকেট ফ্রি। বাকী পড়াশোনার খরচ ফ্রি।
    * বাসস্থান ও আনুসাঙ্গিক: ২০ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত খরচ প্রতিমাসে। তবে খরচের কম-বেশি হবে আপনার জীবন-যাত্রার মানের উপরে। আর স্বাস্থ্যবীমার জন্য ১০ হাজার টাকা দিতে হয়।

    ২. স্পেন
    উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে ইউরোপ সবসময়ই বেশ পছন্দের গন্তব্য। দেশ থেকে প্রতিবছর উচ্চশিক্ষার জন্য অসংখ্য শিক্ষার্থী ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যাচ্ছেন। তার মধ্যে স্পেন অন্যতম। স্পেন এমন একটি দেশ, যে দেশে আপনি খুব স্বল্প খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। এখানে জীবনযাত্রা নির্বাহে খুব বেশি টাকা লাগেনা বিধায় আপনি সহজে উচ্চশিক্ষা গ্রহণে বেছে নিতে পারেন এই দেশকে।

    উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
    * পড়াশোনা: পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের খরচ ৬ লাখ থেকে ১৩ লাখ টাকা পর্যন্ত। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের খরচ ৫ লাখ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত।
    * বাসস্থান ও আনুসাঙ্গিক: ৪০ থেকে ৫০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলে আরও কম হবে।

    ৩. ফ্রান্স
    পশ্চিম ইউরোপের শিল্প-সাহিত্য-ঐতিহ্যসমৃদ্ধ এবং বিশ্বের সবচেয়ে পুরনো জাতি-রাষ্ট্রের একটি হলো ফ্রান্স। ফ্রান্সের বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতির পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও অন্যান্য দেশের তুলনায় অনেক সমৃদ্ধ। উন্নত জীবনযাত্রা, শক্তিশালী অর্থনীতি ও মানসম্মত সময়োপযোগী শিক্ষার পরিবেশ থাকায় উচ্চশিক্ষা লাভের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে ইউরোপের এই দেশ। বিশ্বের অন্যান্য দেশের মতো ফ্রান্সে বাইরের দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে।তাই প্রতি বছর প্রচুর বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে পাড়ি জমাচ্ছে ফ্রান্সে।
    সেখানে আপনি কম খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুবিধা পাবেন। তবে আপনি ফ্রান্সের ভাষা শিখে গেলে স্থানীয় ভাষায় কোর্স করার সুবিধা পাবেন। ক্রমেই ফ্রান্স ইংরেজি ভাষায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

    উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
    * ব্যাংক সল্ভেন্সি: ১০ থেকে ১৫ লাখ টাকা।
    * পড়াশোনা: স্নাতক কোর্সে প্রতি বছর ৩ লাখ টাকা। স্নাতকোত্তর কোর্সে প্রতি বছর খরচ হবে ৪ লাখ টাকা। খরচ বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে।
    * বাসস্থান ও আনুসাঙ্গিক: ৪০ থেকে ৫০ হাজার টাকা।বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলে আরও কম হবে।

    ৪. নরওয়ে
    নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত স্কান্ডিনেভিয়ান একটি দেশ নরওয়ে। ইউরোপের ৪ টি নর্ডিক দেশের মধ্য অন্যতম নরওয়ে বিশ্বের শান্তির সূচকে আছে এক নম্বরে। এদেশের জীবন যাত্রার খরচ একটু বেশি হলেও অপরূপ সৌন্দর্যমন্ডিত নরওয়েতে রয়েছে ভবিষ্যৎ গড়ার অপার সম্ভাবনা। কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাদে নরওয়ের সব বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খরচ একদম ফ্রি। তবে অন্যান্য দেশের তুলনায় নরওয়েতে উচ্চশিক্ষা গ্রহণে খরচ কিছুটা সমার্থের মধ্যে বিদ্যমান থাকায়, যে কোন শিক্ষার্থীরা খুব সহজে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন এই দেশে।
    তবে নরওয়েতে আন্ডারগ্রাজুয়েশন কোর্স করা যাবে না। করতে হলে, স্নাতকোত্তর কোর্স করতে হবে।

    উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
    * ব্যাংক সল্ভেন্সি: অফার লেটার পাওয়ার পর বিশ্ববিদ্যালয়র ব্যাংক অ্যাকাউন্টে ১২ লাখ টাকা পাঠাতে হয়। তবে এটা আবার ফেরত দিয়ে দেয়।
    * পড়াশোনা: ফ্রি। শুধু রেজিস্ট্রেশন ফি ৩,৫০০ টাকা।
    * বাসস্থান ও আনুসাঙ্গিক: প্রতিমাসে ১ লাখ টাকা। কম বেশি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলে আরও কম হবে।

    ৫. তুরস্ক
    তুরস্ক, অর্থনীতি-ভৌগোলিক অবস্থান বিশ্ব-রাজনীতির ভিন্নতার কারণে বরাবরই থাকে আলোচনার শীর্ষে। খুব অল্প সময়ের মধ্যেই তুরস্ক অর্জন করেছে উন্নত রাষ্ট্রের কাতারে যাওয়ার যোগ্যতাসমূহ। তবে এর মূলে রয়েছে তাদের আধুনিক শিক্ষাব্যবস্থা। তুরস্কের শিক্ষা ব্যবস্থা পুরো ইউরোপের দেশগুলোর মধ্যে সেরা দশে অবস্থান করে নিয়েছে। এছাড়াও ওয়ার্ল্ড র্যাং কিংয়েও প্রথম সারিতে রয়েছে তুরস্কের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়৷ ফলে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে থেকে অসংখ্য শিক্ষার্থী পাড়ি জমাচ্ছে তুরস্কে।

    উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
    * পড়াশোনা: সরকারিতে গ্রাজুয়েশনের জন্য ২৫ হাজার থেকে ৭৬ হাজার টাকা টিউশন ফি প্রদান করতে হয়। অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৫ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত টিউশন ফি দিতে হয়। আর সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর জন্য ৩০ হাজার থেকে ৬০ হাজার। পিএইচডির জন্য ৫ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।
    * বাসস্থান ও আনুসাঙ্গিক: মাসে ২০ – ৩০ হাজার টাকা। খরচ আপনার জীবন-যাপনের উপর নির্ভরশীল।

    ৬. চীন
    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষায় নতুন এক গন্তব্য চীন। চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে সহজে ভর্তি, আকর্ষণীয় বৃত্তি এবং শিক্ষা শেষে চাকরির সুযোগ – এসব কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই এখন চীন যেতে উৎসুক। সুযোগ সুবিধা-সম্পন্ন চীনের স্কলারশিপ পেতে হলে আপনাকে অবশ্যই চাইনিজ ভাষা জানতে হবে।
    বাংলাদেশে অনেক স্থানে যেমন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ল্যাংগুয়েজ ক্লাবে, ব্র্যাক ইউনিভার্সিটির অধীনে আপনি কম খরচে চাইনিজ ভাষা শিখে নিজের উচ্চশিক্ষা গ্রহণের বিদেশ এ যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন।

    উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
    * পড়াশোনা: যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন তাহলে বছরে ২-৩ লাখ টাকা টিউশন ফি। আবার যদি মেডিকেলে পড়েন সেক্ষেত্রে ৩ থেকে ৬ লাখ টাকা।
    * বাসস্থান ও আনুসাঙ্গিক: বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলে বছরে দিতে হবে ৩০ হাজার থেকে ৮০ হাজার টাকা। আর হোস্টেলের বাহিরে নিজে রান্না করে খেলে এবং ভাড়া নিয়ে থাকলে খরচ হবে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকার মত। মাসে মাত্র ১৩০০ টাকায় স্টুডেন্ট পাস দিয়ে পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করতে পারবেন।

    ৭. চেক রিপাবলিক
    চেক প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি রাষ্ট্র। দেশের মধ্যভাগে অবস্থিত বৃহত্তম শহর ও রাজধানীর নাম প্রাগ। ঐতিহাসিক বোহেমিয়া অঞ্চল, মোরাভিয়া অঞ্চল ও সাইলেসিয়া অঞ্চলের অংশবিশেষ নিয়ে দেশটি গঠিত। ইউরোপের অনেক দেশই শরণার্থী সংকটে বিপর্যস্ত। তবে কয়েকটি দেশ এ সংকট থেকে নিজেদের বাইরে রেখেছে। তেমনই এক দেশ চেক প্রজাতন্ত্র।

    চেক প্রজাতন্ত্রে জীবন যাত্রার খরচ ও টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছু কম। বর্তমানে এদেশের বিশ্ববিদ্যালয়সমূহে প্রায় ৪৪,০০০ বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী বর্তমান চেক প্রজাতন্ত্রে উচ্চশিক্ষার জন্য আগ্রহী হয়ে উঠছেন। এখানকার বিশ্ব বিদ্যালয়গুলোতে চেক এবং ইংলিশ দুই মিডিয়ামে ব্যাচেলর, মাস্টার এবং পিএইচডি প্রোগ্রাম চালু আছে। তবে এই দেশের ভাষা জানলে খুব সহজেই বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাবেন। কিন্তু ইংরেজি জানলেও আপনি এই দেশে কম টাকায় উচ্চশিক্ষা গ্রহণের পরিপূর্ণ সুযোগ পাবে না। তাই ভাষা জানা অত্যধিক গুরুত্বপূর্ণ।

    উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
    * ব্যাংক সল্ভেন্সি: ৭ লাখ টাকা।
    * পড়াশোনা: প্রতি বছর ২ থেকে ৩ লাখ টাকা।
    * বাসস্থান ও আনুসাঙ্গিক: ১২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে খরচ। তবে, প্রথম ৬ মাসের আবাসন ব্যবস্থা বাংলাদেশে থাকা অবস্থায় ঠিক করে যেতে হবে।

    ৮. গ্রিস
    ভূমধ্যসাগরের তীরবর্তী গ্রিস শুধু সাংস্কৃতিক ও ঐতিহাসিক উত্তরাধিকার নিয়েই গর্ব করে না, তারা উন্নত শিক্ষাব্যবস্থার জন্যও গর্বিত। গ্রিক বিশ্ববিদ্যালয় ইংরেজিতে পড়ার সুবিধা রেখেছে। ইউরোপিয়ান দেশের অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা একদম বিনা খরচে পড়তে পারবেন গ্রিসে। কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা এই সুযোগের আওতাভুক্ত না হবার কারণে খুব স্বল্প খরচে কম টিউশন ফিতে গ্রিসে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা। ইউরোপিযযান বাকি দেশসমূহের তুলনায় গ্রিসে জীবনযাপন অনেকটা উন্নত কিন্তু জীবনযাত্রা নির্বাহে বেশি খরচ পরে না বিধায় যে কোন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বেছে নিতে পারে গ্রিসকে।

    উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
    * পড়াশোনা: ১ লাখ ৪৪ হাজার ৬০০ থেকে ১ লাখ ৯২ হাজার ৭৭০ টাকা টাকা পর্যন্ত খরচ হতে পারে প্রতি বছর।
    * বাসস্থান ও আনুসাঙ্গিক: ৫০ হাজার থেকে ১ লাখ টাকা।

    ৯. মালয়েশিয়া
    এশিয়ার অন্যতম একটি দেশ মালয়েশিয়া। মালয়েশিয়া আজ বিশ্বের অন্যতম উন্নত দেশের কাতারে নাম লিখিয়েছে এবং নিজের সুনাম কুড়িয়েছে বিশ্বের দরবারে। মালয়েশিয়ার সামাজিক,অর্থনৈতিক কাঠামো দৃঢ় এবং উন্নত। তবে এই দেশ সবার কাছে পরিচিত এর উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য। বাংলাদেশের মধ্যে যারা অল্প খরচে বিদেশে উচ্চশিক্ষার কথা চিন্তা করে, সবার প্রথমে মালোশিয়ার কথাই চলে আশে। তাদের আছে, ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং ডক্টরাল (PhD) ডিগ্রী। IELTS ছাড়া পড়তে যাওয়া যায়। তবে IELTS থাকলে আপনি অনেক ছাড় পাবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।

    উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
    * ব্যাংক সল্ভেন্সি: ১ বছরে টিউশন ফি ও থাকা খাওয়ার খরচে যে টাকা আসে; সেই পরিমাণ টাকা রাখতে হবে।
    * পড়াশোনা: টিউশন ফি ১ লাখ থেকে ৬ লাখ টাকা। ইনস্যুরেন্স ফি ১২ হাজার টাকা। মেডিকেল ফি ৬ হাজার টাকা।
    * বাসস্থান ও আনুসাঙ্গিক: ১০ হাজার থেকে ১২ হাজার টাকা।

    ১০. বেলজিয়াম
    বেলজিয়ামের শিক্ষার মান উন্নত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি, পদার্থ, পলিটিক্যাল সায়েন্স, প্রকৌশল, আইটি, স্বাস্থ্য ও ব্যবসায় শিক্ষা পড়ার জন্য ভালো দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। বেলজিয়ামে অনেক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যা ঙ্কিংও ভালো। বেলজিয়ামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণত ডাচ ভাষায় পড়াশোনা করানো হয়। অল্প কিছু প্রতিষ্ঠানে ইংরেজিতে পড়াশোনা করা যায়। তাই বেলজিয়ামে উচ্চশিক্ষায় আগ্রহী হলে ডাচ ভাষার ওপর ভালো দক্ষতা অর্জন করতে হবে আগ্রহী শিক্ষার্থীদের। ইংরেজি মাধ্যমে ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ভেদে আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ থেকে ৭ থাকতে হয়। স্বল্প খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বিদ্যামান থাকায় আপনি সহজে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেতে পারেন এই দেশে।

    ১৪ কিমি পুরু হিরার স্তরে ঠাসা এক গ্রহ, ঘুরছে পৃথিবীর আশপাশেই

    উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
    * ব্যাংক সল্ভেন্সি: ৯ লাখ ২০ হাজার টাকা।
    * পড়াশোনা: বছরে ৯০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত।
    * বাসস্থান ও আনুসাঙ্গিক: ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ১০ bangladesh, breaking news কম খরচে দেশে পড়ার বাংলাদেশি শিক্ষা শিক্ষার্থীদের সুযোগ
    Related Posts
    যুক্তরাষ্ট্র

    পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র

    May 9, 2025
    জনগণের ঐক্যের আহ্বান

    আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ: জনগণের ঐক্যের আহ্বান

    May 9, 2025
    এরদোগান

    উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে যে বার্তা দিলেন এরদোগান

    May 9, 2025
    সর্বশেষ সংবাদ
    বাণিজ্যিক বিমানকে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ
    যুক্তরাষ্ট্র
    পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র
    জুমার নামাজের ফজিলত
    জুমার নামাজের ফজিলত সীমাহীন, না পড়লে যে শাস্তি
    জনগণের ঐক্যের আহ্বান
    আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ: জনগণের ঐক্যের আহ্বান
    এরদোগান
    উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে যে বার্তা দিলেন এরদোগান
    তারেক রহমান
    তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপি নেতাকর্মীদের সাক্ষাৎ
    কুয়াকাটায় যুবদল নেতা বহিষ্কার
    কক্সবাজার হোটেলে পর্যটকের টাকা ছিনতাই: যুবদল নেতাকে বহিষ্কার
    এনসিপি আন্দোলন
    শীর্ষ রাজনৈতিক সঙ্কটে এনসিপির চূড়ান্ত আহ্বান: ঢাকায় সমবেত হোন সবাই
    আওয়ামী লীগ নিষিদ্ধ
    রাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
    আবহাওয়ার পূর্বাভাস
    আবহাওয়ার পূর্বাভাস: দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, বৃষ্টির অপেক্ষা
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.