কুষ্টিয়ায় ১০ কোটি টাকার মাদক উদ্ধার

Kustia

জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে ব্যাটালিয়ন ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

Kustia

বুধবার (২ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া-পাবনা মহা সড়কের মিরপুরের গোবিন্দপুর এলাকায় যাত্রীবাহী ওই বাসে তল্লাশি চালায় বিজিবি।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মোর্শেদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কর্মকর্তারা জানতে পারেন, পিরোজপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুরের গোবিন্দপুরে ওই বাসে তল্লাশি অভিযান চালায় বিজিবি। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।