আন্তর্জাতিক ডেস্ক : বছর বছর বাজেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়া একপ্রকার আমাদের রোজকার ব্যাপার। আটা ময়দা থেকে শুরু করে গ্যাস, সর্বত্র শুধু বর্ধিত দামের চোখ রাঙানি। চোখের নিমেষে পৃথিবী পাল্টে যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না। আয় ব্যয়ের হিসেব করতে গেলে বোঝা যায়, আয় কিন্তু ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না ফলে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত কষ্ট করে যেতে হচ্ছে মধ্যবিত্ত মানুষদের।
এখানে পরিস্থিতিতে বেশ কয়েকদিন ধরেই পুরনো দিনের কিছু ছবি ভাইরাল হচ্ছে, যা দেখে আরো একবার স্পষ্ট হয়ে যায়, আধুনিক হতে গিয়ে কত তাড়াতাড়ি পাল্টে গেছি আমরা। ধোসা বা কফি থেকে আরম্ভ করে সাইকেলের বিল অনেক কিছুই ভাইরাল হয়েছে, যা দেখে আমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়া ছাড়া আর কোন উপায় নেই।
তবে এবার এমন কিছু ভাইরাল হল যা দেখে সত্যিই আপনার হৃদয়ের বাঁ দিকটা টনটন করে উঠবে। এই বিলটি ১৯৬৯ সালের অর্থাৎ এই বিলের বয়স এখন ৬৪ বছর। ৬৪ বছর আগে ভারতে এক গ্রাম সোনার দাম ছিল ১১৩ টাকা, যা এখন বেরিয়ে ৫২ হাজার টাকা হয়েছে। যে টাকায় আজ থেকে ৬৪ বছর আগে সোনা পাওয়া যেত, আজ সেই টাকায় একটা ভালো চকলেটও হয় না। বুঝতেই পারছেন, মূল্যবৃদ্ধি বাড়তে বাড়তে ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে।
ভাইরাল হওয়া এই বিলটি ১৯৫৯ সালের ৩রা মার্চ তারিখের। বিলটি ভারতের মহারাষ্ট্রের কোন এক সোনার দোকানের বিল। ক্রেতার নাম শিবলিঙ্গ আত্মারাম। এই বিলটি দেখে বহু মানুষ সম্মতি জানিয়েছেন যে, তখনকার ১১৩ টাকা আজ ৫৫ হাজার টাকার সমান। তখন মানুষ যে অর্থে দিন গুজরান করত সেই অর্থে আজ যৎসামান্য জিনিসও ক্রয় করা যায় না। তবে এটা মানতেই হবে, অগ্রগতির সঙ্গে সঙ্গে কিছু জিনিস আমাদের পিছনে ফেলে আসতে হয়, তাই এই ভাইরাল বিল গুলির ছবি দেখে কষ্ট পাওয়া ছাড়া আর কোন উপায় নেই আমাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।