বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। বছর জুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তারা। এরই মধ্যে বেশ কিছু নাটক-টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন। গত ১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পেয়েছে এ জুটির ‘কলিজার আধখানা’ নাটকটি। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।
মুক্তির পর কেটে গেছে ১০ দিন। ১০ দিনে নাটকটির ভিউ দাঁড়িয়েছে ১০ মিলিয়নের বেশি। অর্থাৎ এ পর্যন্ত মোট ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ১ লাখের বেশি। বর্তমানে ইউটিউব বিডির ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান তৃতীয়। এখানেই শেষ নয়, দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে এটি। কমেন্ট বক্সে চোখ রাখলেই তা নজর কাড়বে।
পাপিয়া নামে একজন লিখেছেন, ‘খুব সুন্দর নাটক। মন ছুঁয়ে গেছে। বাস্তব জীবনে নিঃসন্তান মাতা-পিতার মনের কষ্টকে তুলে ধরা হয়েছে। আর নাটকের নামটাও স্বার্থক কলিজার আধাখান।’ তনু নামে একজন লিখেছেন, ‘তুমি কখনো মা হতে পারবে না- এই কথা শুনলে যে, কতটা কষ্ট হয় তা শুধু একটা মেয়ে আর তার রব বোঝে।’
নীলা নামে আরেকজন লিখেছেন, ‘এই নাটকটা দেখে অনেক কান্না করেছি। সেম টু সেম আমার কাহিনি। কিন্তু আল্লাহর রহমতে দীর্ঘ ৬ বছর পর আল্লাহ আমাকে আমার কলিজার টুকরো সন্তান দিছে। আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন।’ মারুফা ইসলাম লিখেছেন, ‘অনেক কষ্ট হচ্ছে এই নাটকটা দেখে। চোখের পানি আটকে রাখতে পারলাম না।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
সন্তান না হওয়া এক দম্পতির করুণ গল্প নিয়ে এগিয়েছে নাটকটির কাহিনি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান-তিশা। পরিচালনার পাশাপাশি নাটকটির চিত্রনাট্য রচনাও করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.