১০ মিনিটে ১ লাখ লাইক!

জওয়ান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইউটিউবে মুক্তি পেয়েছে শাহরুখের ‘জওয়ান’-এর ট্রেলার। ট্রেলারের হিন্দি প্রিভিউ মাত্র ১০ মিনিটে ১ লাখের বেশি লাইক পেয়েছে। সামাজিক মাধ্যমে উঠেছে ঝড়। ট্রেলার দেখে মুগ্ধ বলিউড সেলেব্রিটিরাও।

জওয়ান

৪ বছর আড়ালে থাকার পর ‘পাঠান’ দিয়ে দারুণ কামব্যাক করেছেন শাহরুখ। এরপর থেকেই আলোচনায় ‘জওয়ান।’ ২ মিনিট ১২ সেকেন্ডের অ্যাকশনে ভরপুর ট্রেলারটি ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিল। তিন ঘণ্টায় ট্রেলারের ভিউ হয়েছে প্রায় ৫ মিলিয়ন। কমেন্ট বক্সে জমেছে ৫০ হাজারের বেশি কমেন্ট।

এক ভক্ত লিখেছেন, “‘পাঠান’র রেকর্ড ভাঙবে ‘জওয়ান’।” আরেকজন লিখেছেন, ‘বলিউড এড়াতে পারলেও শাহরুখকে এড়ানো অসম্ভব!’ আরেক ভক্ত লিখেছেন, ‘মনে হচ্ছে নব্বইয়ের দশক ফিরে এসেছে, যখন শাহরুখ একাই রাজত্ব করতেন।’

Jawan |Official Hindi Prevue |Shah Rukh Khan |Atlee |Nayanthara |Vijay Sethupathi |Deepika |Anirudh

‘জওয়ান’-এর ট্রেলার দেখে করণ জোহর লিখেছেন, ‘ভাই! এটি ব্লকবাস্টের উপরে কিছু হতে চলেছে! অ্যাটলি আবারও প্রমাণ করলেন! ওয়াও! অপেক্ষা করতে পারছি না আর!’

চুরি হয়ে গেল গবেষণার জন্য রাখা ৩৮টি মোরগ

যেই কেআরকে বরাবরই বলিউড ছবির এবং তারকাদের সমালোচনা করেন তিনিও নেতিবাচক কিছু লেখেননি। বরং লিখেছেন এই ছবিতে শাহরুখকে দেখতে ৩০ বছরের যুবক লাগছে। ছবিটি ৫০ কোটি রুপির ওপেনিং করবে বলেও আশা করছেন তিনি। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’।