বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : দৈনন্দিন জীবনে স্মার্টফোন ছাড়া চলেই না। এটি আমাদের জীবনের অংশ হয়ে উঠছে। তবে আমাদের স্মার্টফোনের সম্পর্কে বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। এই মুহূর্তে গোটা পৃথিবীর জনসংখ্যার অর্ধেকেরও বেশি (৫৪%) স্মার্টফোন ব্যবহার করে। এই ৪৩৩ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে একটা বিষয় কিন্তু সর্বজনীন। স্মার্টফোন সম্পর্কে কোনো না কোনো ভ্রান্ত ধারণা প্রত্যেকের মধ্যেই আছে।
এবার চলুন এমন কিছু ভ্রান্ত ধারণা সম্পর্কে জেনে নিই, যা এই ২০২৪ সালেও স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে বর্তমান।
১. ফোন আপডেট করলে ক্যামেরা খারাপ হয়ে যায়: দীর্ঘ দিন ধরে আমাদের মধ্যে এই ধারণাটা প্রচলিত যে, নতুন মডেলের ফোন আসলে কোম্পানি সফ্টঅয়্যার আপডেট দিয়ে পুরনো মডেলের ফোনের ক্যামেরা খারাপ করে দেয়। কিন্তু এটা সব সময় সত্যি নয়। আমাদের স্মার্টফোনের ক্যামেরার ৮০ শতাংশই প্লাস্টিক দিয়ে তৈরি। সময়ের সঙ্গে সঙ্গে রোদ, পানি, তাপে ক্যামেরার প্লাস্টিকের অংশগুলোর গুণমান খারাপ হতে থাকে স্বাভাবিক নিয়মেই। তাই ফোন কেনার সময় আমরা যেমন ছবি পাই সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবির গুণগত মান খারাপ হতে থাকে।
২. সারারাত ফোন চার্জ দিলে ব্যাটারি খারাপ হয়ে যায়: হ্যাঁ সারারাত ফোন চার্জ দিলে ব্যাটারি খারাপ হয়ে যায় এই কথাটা আজ থেকে ১০ বছর আগে সত্যি ছিল। এখনকার স্মার্টফোনের ব্যাটারি, তার সফ্টঅয়্যার এতটাই উন্নত যে সে পুরো চার্জ হয়ে যাওয়ার পর নিজেই বুঝতে পারে। তারপর স্বয়ংক্রিয় ভাবে পাওয়ার কাট করে দেয়। আগেকার ব্যাটারি কিন্তু এই চার্জ পূর্ণ হয়ে যাওয়ার বিষয়টা বুঝতে পারত না। তাই নিজে থেকে চার্জ বন্ধ করতে পারত না। অতিরিক্ত চার্জের ফলে ব্যাটারি নষ্ট হয়ে যেত।
৩. ওয়াইফাই এবং ব্লুটুথ ব্যাটারি খরচ করে: এটা খুবই সাধারণ প্রচলিত ধারণা যে ওয়াইফাই ও ব্লুটুথ চালু রাখলে ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয়ে যায়। কিন্তু এখনকার স্মার্টফোনে ওয়াইফাই বা ব্লুটুথের মাধ্যমে কোনো অ্যাকটিভ কানেকশন চালু না থাকলে ব্যাটারি খরচ প্রায় হয়ই না। তাই ওয়াইফাই বা ব্লুটুথ চালু রাখলে কোনো ক্ষতি নেই যতক্ষণ পর্যন্ত না ফোনের এই ফিচারগুলো ব্যবহার করা হচ্ছে।
৪. আইপি রেটিং যুক্ত ফোন ওয়াটারপ্রুফ হয়: এই ধারণাটা আমাদের প্রায়ই বিপদে ফেলে কারণ কোনো সংস্থা পানির মাধ্যমে বা ধুলো-ময়লা ঢুকে ফোন নষ্ট হলে তার কোনো গ্যারান্টি দেয় না। আইপি রেটিং ফোনকে পানির হাত থেকে কিছুটা বাঁচাতে পারে, বাঁচাতে পারে ধুলো-ময়লার হাত থেকেও। কিন্তু তার কিছু সীমাবদ্ধতা আছে। যেমন পানি যদি লবণাক্ত হয়, তাহলে সেই পানি ফোনের চরম ক্ষতি করতে পারে। আইপি রেটিংয়ের টেস্টিং হয় কেবলমাত্র বিশুদ্ধ পানিতে। তাই আইপি রেটিংয়ের ভরসায় থাকবেন না। ফোনকে যথাসম্ভব পানি এবং ধুলো-ময়লা থেকে দূরে রাখুন।
৫. অতি ঠান্ডায় ফোনের ক্ষতি হয়: হ্যাঁ, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে, খুব বেশি ঠান্ডা ফোনের স্ক্রিন এবং ব্যাটারির ওপর প্রভাব ফেলে। তাই পাহাড়ে যেখানে শূন্যের থেকেও কম তাপমাত্রা, সেখানে ফোন শরীরের কাছাকাছি রাখার চেষ্টা করুন। কথা বলার সময় হেডসেট ব্যবহার করুন।
৬. নেটওয়ার্কের আইকন ফুল মানে কল ভালো হবে: ফোনের ডান দিকের উপরের কোণে মোবাইলের নেটওয়ার্কের আইকন থাকে। তার মধ্যে কয়েকটা টাওয়ারের চিহ্ন থাকে। নেটওয়ার্ক সিগন্যালের লাইন বা টাওয়ারের সংখ্যা যত বেশি হয় ফোনে নেটওয়ার্ক সিগন্যাল তত বেশি জোরালো থাকে। কিন্তু পুরো সিগন্যাল থাকা মানেই কলের মান যে ভালো হবে বা কল ড্রপ হবে না এ রকম কোনো নিশ্চয়তা নেই। হতেই পারে আপনার এলাকায় নেটওয়ার্কের শক্তি ভালো, কিন্তু গুণমান ভালো নয়। সিগন্যাল হয়তো পুরো আছে, কিন্তু আশপাশে এত মানুষ সেই সিগন্যাল ব্যবহার করছেন যে, কলের মান খারাপ হয়ে যাচ্ছে।
৭. ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করা উচিত: এখনকার ফোন সত্যিকারের স্মার্ট। সে মাল্টিটাস্কিং করতে পারে। সে জানে যে কতগুলো অ্যাপ্লিকেশন খুলে রাখলে ফোনের ব্যাটারি শেষ হবে না, র্যামের ওপর চাপ পড়বে না। ব্যাকগ্রাউন্ড প্রসেস সঠিক ভাবে ম্যানেজ করার উপযুক্ত করেই এখনকার স্মার্টফোন তৈরি করা হয়েছে। আপনি যদি অ্যাপ্লিকেশনগুলোকে বার বার জোর করে বন্ধ করে দেন, তাহলে পরবর্তী কালে সেই অ্যাপ্লিকেশনটা আবার খুলতে গেলে ফোনকে তুলনামূলক বেশি ব্যাটারি খরচ করতে হয়। তাই ব্যাকগ্রাউন্ডে চালু অ্যাপ্লিকেশনগুলোকে জোর করে বন্ধ করবেন না।
৮. পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ফোনকে চার্জ করা: আমরা একটা সহজ হিসাব করে ফেলি। ফোনের ব্যাটারি যদি ৫ হাজার এমএএইচ হয় আর একটা পাওয়ার ব্যাঙ্ক যদি ২০ হাজার এমএএইচের হয়, তাহলে আমরা ধরে নেই ঐ পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ৫ হাজার এমএএইচের ব্যাটারিকে অন্তত ৪ বার পুরোপুরি চার্জ করা যাবে। কিন্তু বাস্তবে দেখা যায় ৩ বার চার্জ করার পরেই পাওয়ার ব্যাংকের ব্যাটারি শেষ হয়ে যায়। আসলে পাওয়ার ব্যাঙ্ক থেকে তারের মাধ্যমে চার্জ ট্রান্সফার করতে, পাওয়ার ব্যাঙ্কের মধ্যে ঢাকা চিপ চালাতে, পাওয়ার ব্যাঙ্কের আলো জ্বালাতে ইত্যাদি নানা কাজে বেশ কিছুটা ব্যাটারির অপচয় হয়। তাই পুরোপুরি ২০ হাজার এমএএইচের ব্যাকআপ আমরা পাওয়ার ব্যাঙ্ক থেকে পাই না।
৯. ফাস্ট চার্জিং ব্যাটারিকে খারাপ করে: হ্যাঁ করে। তবে সব সময় না। আসলে ফাস্ট চার্জিং যেসব ফোনে থাকে সেই সব ফোনের ব্যাটারিকে ২ ভাগে ভাগ করে দেওয়া হয়। ২টি ব্যাটারিকে আলাদা আলাদা চার্জ করার ফলে দ্বিগুণ গতিবেগে চার্জ দেওয়া সম্ভব হয়। সে ক্ষেত্রে ব্যাটারির স্বাস্থ্যের ওপর খুব বেশি প্রভাব পড়ে না। তবে ১০০ এমএএইচের বেশি যদি চার্জিং স্পিড হয়, তা হলে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যেতে পারে।
১০. ফোন গরম হলে খারাপ হয়ে যায়: এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। ফোনের ক্যামেরা দীর্ঘ সময় চালু রাখলে, ফোন চার্জে রাখলে বা যদি আপনি দীর্ঘ সময় ধরে গেম প্লে করেন, তাহলে ফোন স্বাভাবিক নিয়মেই গরম হবে। এতে ফোনের কোনো ক্ষতি হবে না। ফোনের যন্ত্রাংশগুলো এমন ভাবেই তৈরি করা হয় যে সেগুলো ১০০ ডিগ্রি সেন্টিগ্রেট অবধি গরম সহ্য করতে পারে। তবুও ৫০ ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি গরম হলে আপনি ফোন ব্যবহার কিছুক্ষণ বন্ধ রাখতে পারেন।
এই ১০টি পয়েন্টের বাইরে আরো হাজার রকম ভ্রান্ত ধারণা রয়েছে যেগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করা যাবে। কিন্তু স্মার্টফোন যেরকম দিনকে দিন আধুনিক হচ্ছে তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আমাদের আরো স্মার্ট হওয়াটা সময়ের দাবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।