চলতি বছরের গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলছেন উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ঝটিকা মিছিলে অংশ নেয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেফতার করা হয়। মূলত এই ৪৬ জনকে গ্রেফতার উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
তালেবুর রহমান জানান, শুক্রবার রাজধানীর সাতটি স্থান থেকে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন, তেজগাঁও থেকে ৩ জন ও উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার হওয়া এসব নেতাকর্মীর অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন এবং টাকার বিনিময়ে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। তিনি মনে করেন, এসব মিছিলের পেছনে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করছেন।
মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, যারা এই ঝটিকা মিছিলে আর্থিকভাবে সহায়তা করছেন, তাদেরও আইনের আওতায় আনার কাজ চলছে। পুলিশের এই কর্মকর্তা মনে করেন, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা এবং যে কোনো মূল্যে রাজধানীতে নিজেদের অবস্থান জানান দেয়াই এসব মিছিলের মূল উদ্দেশ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



