আন্তর্জাতিক ডেস্ক : বাইক বর্তমানে মানুষের নিত্যদিনের সঙ্গী। বাইকে করে মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিঃসন্দেহে পৌঁছে যেতে পারেন। আবার অনেকে আছেন বাইকে চেপে দেশ ভ্রমণেও বেরিয়ে পড়ছেন। তবে সেক্ষেত্রে বাইকে ওঠেন ১ কিংবা ২ জন। কিন্তু আপনি কি কখনো ভাবতে পারেন যে আপনার ছোট বাইকটিকে ১ নয়, ২ নয়, ৩ নয়, গোটা ১০ জন মানুষ বহন করবেন?
অবাক হচ্ছেন? ভাবছেন এ কেমন রকমের প্রশ্ন? তার কারণ বাইরে ১০ জন ওঠা মোটেই সম্ভব নয়। তার কারণ বাইকের চালক ছাড়া যতটুকু জায়গা বাকি থাকে, তাতে খুব বেশি দুজন, আর খুব রোগা পাতলা হলে সেক্ষেত্রে চাপাচাপি করে তিনজন ধরে। তবে একটি ছোট বাইকে ১০ জন ওঠা কি মুখের কথা!
এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন সম্প্রতি এক ব্যক্তি। যার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। jass__u.s.a নামক একটি ইনস্টাগ্রাম চ্যানেল থেকে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার বাইকে সামনে পেছন মিলে ৯ জন বাচ্চাকে উঠিয়েছেন। তিন-চার বছরের বাচ্চা থেকে শুরু করে প্রায় আট-নয় বছরের বাচ্চা পর্যন্ত রয়েছে তার আশেপাশে।
ভিডিওটি ইনস্টাগ্রাম (Instagram) এ আপলোড করার সাথে সাথে ব্যাপক হারে শেয়ার করা হয়। প্রায় ২ লাখ ৩১ হাজার মানুষ ইতিমধ্যে ভিডিওটিতে লাইক করেছেন। বহু কমেন্টও রয়েছে ভিডিওটির নিচে। তবে এইভাবে বাইক চালানোটা সত্যি কিন্তু অত্যন্ত বিপজ্জনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।