আন্তর্জাতিক ডেস্ক : যাত্রীদের জন্য বিমানবন্দরগুলোতে রয়েছে অনেক সুবিধা এবং উন্নত পরিষেবা। প্রথমবার কোনও আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অনেকেরই চোখ ধাঁধিয়ে যায়। যারা নিয়মিত বিমানবন্দরে যাতায়াত করেন তারা অবশ্য এসব দেখে অভ্যস্ত। কিন্তু ভারতের পোর্ট ব্লেয়ারের বিমানবন্দরটি দেখলে অনেক অভিজ্ঞ মানুষও হতবাক হয়ে যাবেন।
নিজের চোখকেই হয়তো বিশ্বাস করতে পারবেন না। এই বিমানবন্দরটি সম্প্রতি উদ্বোধন করা হয়। আন্দামান ও নিকোবরের রাজধানী ও প্রধান শহর পোর্ট ব্লেয়ারে অবস্থিত বীর সাভারকর বিমানবন্দর তার সৌন্দর্যের কারণে ইতিমধ্যেই বিখ্যাত হয়ে উঠেছে। এখানকার বৈশিষ্ট্যগুলোও অনন্য।
বিমানবন্দরের বিস্তৃতি
বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের এই টার্মিনালটি প্রাকৃতিক সাজে সজ্জিত। এটি প্রায় ৪০ হাজার ৮০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত। বছরে প্রায় ৫০ লাখ যাত্রী পরিচালনা করতে পারে এই বিমানবন্দর।
নির্মাণ ব্যয়
বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের সমন্বিত টার্মিনাল বিল্ডিং প্রস্তুত করতে খরচ পড়েছিল প্রায় ৭১০ কোটি রুপি।
বিমানবন্দরে ১০টি বিমানের পার্কিং
এখন বিমানবন্দরে একসঙ্গে ১০টি বিমান পার্ক করা যাবে। মানে আয়তনে এটি এত বড় যে, এখানে ১০টির মধ্যে ১০টি বিমানই দাঁড়াতে পারে।
শঙ্খের আকৃতি সমুদ্র এবং দ্বীপের প্রতিনিধিত্ব করে
বীর সাভারকর বিমানবন্দরের নতুন টার্মিনালের নকশা প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত। এর আকৃতি সমুদ্র এবং দ্বীপের চিত্রিত শঙ্খের মতো।
এয়ার ট্রাফিক বৃদ্ধি পাবে
বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের এই নতুন টার্মিনালটি নির্মাণের ফলে এখানে বিমান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং পোর্ট ব্লেয়ারের পর্যটনকেও উৎসাহিত করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।