জুমবাংলা ডেস্ক : ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। আগামী ২৪ মার্চ ঈদে বাড়ি ফিরতে শুরু করবে ঘরমুখো মানুষ। একই দিন ট্রেন ও বাসের ফিরতি টিকেট অগ্রিম বিক্রি শুরু করা হবে। এই ঈদে ট্রেন ও বাসের টিকেট অনলাইনে কাটার সুযোগ থাকায় অসন্তোষ থাকলেও যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না।
এবার প্রতিটি আন্তনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ফিরতি যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এ ক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। ঈদ যাত্রার টিকিট কেনার পর তা আর ফেরত নেওয়া হবে না।
এদিকে ঈদে ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করছে রেলওয়ে।
এসব ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম থেকে চাঁদপুর, ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, গাজীপুরের জয়দেবপুর থেকে পার্বতীপুর পথে চলাচল করবে। ঈদ উপলক্ষে রেলের বিদ্যমান আন্ত্মনগর ট্রেনগুলোর সঙ্গে আরও ৪৪টি নতুন কোচ যুক্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাসের যাত্রী বাড়ার প্রত্যাশা করে ঢাকা বাস মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. জুবায়ের মাসুদ বলেন, ‘অগ্রিম টিকেটে সাড়া কম। তবে ২৪ মার্চ থেকে মানুষ ঈদ উদযাপনে বাড়ি ফেরা শুরু করলে চাপ বাড়বে। আশা করছি শুরুর ফাকা সময়ের ঘাটতি পূরণ হয়ে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।