কোটি কোটি টাকা আয় করা সর্বকালের সেরা ১০টি বাংলা সিনেমা

সেরা ১০টি বাংলা সিনেমা

বিনোদন ডেস্ক : দক্ষিণী ছবির দাপটে ইদানিং বলিউডের পাশাপাশি টলিউড ছবিও তেমন জায়গা পাচ্ছে না হলে। বাংলার ছবি বাংলাতেই হল পাচ্ছে না এরকম অভিযোগ তুলে বহুবার সোচ্চার হয়েছেন পরিচালকরা। তবে এত ক্রাইসিসের মাঝেও কিন্তু টলিউডের এমন বেশ কিছু ছবি রয়েছে যেগুলো বক্স অফিস থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছে একসময়। আজ এই প্রতিবেদনে রইল টলিউডের ইতিহাসে সবথেকে সফল ১০ ছবির তালিকা যার রোজগার ছিল নজরকাড়া।

সেরা ১০টি বাংলা সিনেমা

চ্যাম্প : রাজ চক্রবর্তী ও দেবের কেরিয়ারের অন্যতম সেরা ছবি বলা যেতে পারে এই ছবিটিকে। দক্ষিণের ছবি টোকার ট্রেন্ড থেকে বেরিয়ে দেব এবং রুক্মিণী মৈত্রকে নিয়ে একটু অন্য রকমের স্পোর্টস ড্রামা ভিত্তিক কাহিনী রাজ তুলে ধরেন দর্শকের সামনে। ছবিতে শিবাজী নামের এক চ্যাম্পিয়ন বক্সারের কাহিনী দেখানো হয়েছিল। ছবিটি বক্স অফিস থেকে প্রায় ৮.৯ কোটি টাকা উপার্জন করে।

গেম : বাবা যাদব পরিচালিত গেম ছবিটিও বক্স অফিসে ভালই ব্যবসা করে। ছবিতে অভিনয় করেছিলেন জিৎ এবং শুভশ্রী গাঙ্গুলী। এই ছবিতে জিৎ একজন আর্মি অফিসারের ভূমিকাতে অভিনয় করেছিলেন। তাকে ডি আই এ এজেন্ট হিসেবে দেখা যায়। বক্স অফিসে এই ছবি ৮.৯৫ কোটি টাকা তুলতে সমর্থ্য হয়।

রংবাজ : রাজা চন্দের পরিচালনায় এই ছবিটিও বক্স অফিসে ভালই ব্যবসা করে। দেব, কোয়েল মল্লিক, রজতাভ দত্ত অভিনীত এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছিল থাইল্যান্ডে। ছবির মধ্যে ছিল দুর্দান্ত স্টান্ট এবং অ্যাকশন যা দর্শকদের আকর্ষণ করে। ছবিটি বক্স অফিসে প্রায় ৯ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল।

নবাব : দেব এবং জিতের পাশাপাশি বাংলাদেশের অভিনেতা শাকিব খানকে নিয়ে জয়দীপ মুখার্জী পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটি দারুণ হিট হয়েছিল। ছবিতে শাকিবের বিপরীতে ছিলেন শুভশ্রী। ছবিটি প্রায় ৯.১ কোটি টাকা উপার্জন করে।

পরাণ যায় জ্বলিয়া রে : ২০০৯ সালে রবি কিনাগি পরিচালিত পরাণ যায় জ্বলিয়া রে ছবিটি বক্স অফিসে তুমুল শোরগোল ফেলে দেয়। বেশ রমরমিয়ে ব্যবসা করেছিল ছবিটি। দেব-শুভশ্রী জুটির এই ছবির পর থেকেই তাদের জুটিকে পছন্দ করতে শুরু করেন দর্শকরা। ছবিটি বক্স অফিসে প্রায় ৯.৫ কোটি টাকা ব্যবসা করেছিল।

সাথী : তালিকাতে অবশ্যই সুপারস্টার জিতের ‘সাথী’ ছবির নামটাও থাকবে। হরনাথ চক্রবর্তী পরিচালিত এই সিনেমা ২০০২ সালে মুক্তি পায় এবং তুমুল সফলতা পায়। এই ছবির পরেই জিতের কেরিয়ারের মোড় ঘুরে যায়। ছবিটি বক্স অফিস থেকে প্রায় ৯.৮ কোটি টাকা উপার্জন করতে পেরেছিল।

পাগলু : দেব-শুভশ্রী জুটির পাশাপাশি দর্শকদের কাছে দেব-কোয়েল জুটিও বেশ জনপ্রিয়। তাদের ‘পাগলু’ ছবিটি আজও অনেকেরই প্রিয় ছবি। এই ছবির গান এখনও মানুষের মুখে মুখে ফেরে। ২০১১ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। ছবিটি বক্স অফিস থেকে ৯.৯৫ কোটি টাকা উপার্জন করেছিল।

বস ২ : বাবা যাদব পরিচালিত এই ছবিটি ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন জিৎ। প্রথমে এই ছবি খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি। পরে তার বক্সঅফিসে রীতিমত ঝড় তোলে এবং ১০.৫ কোটি টাকা উপার্জন করে।

চাঁদের পাহাড় : দেব অভিনীত এই ছবিটিও রয়েছে তালিকায়। বলা হয় এখনো পর্যন্ত টলিউডের ইতিহাসে সবথেকে বেশি উপার্জনকারী ছবির মধ্যে অন্যতম হল চাঁদের পাহাড়। ২০১৩ সালের কমলেশ্বর মুখার্জি পরিচালিত এই ছবিটি ২০ কোটি কোটিরও বেশি টাকা তুলেছিল ঘরে।

নতুন হেয়ারস্টাইলে নেট দুনিয়ায় ঝড় তুললো আরাধ্যা বচ্চন

অ্যামাজন অভিযান : দেবের চাঁদের পাহাড় ছবির সিকুয়েল অ্যামাজন অভিযানও দারুন ব্যবসা করেছিল। ছবিটি চাঁদের পাহাড়ের থেকে দ্বিগুণ ব্যবসা করে এবং এই পর্যন্ত টলিউডের ইতিহাসে সবথেকে সফল সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। এই ছবি থেকে ৪০ কোটি টাকারও বেশি উপার্জন হয়েছিল।