জুমবাংলা ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেছেন বাংলাদেশের মুদ্রাবাজারে আসছে ১০ টাকা মূল্যমানের কয়েন।
পোস্টে অপি করিম লেখেন, বাংলাদেশে ১০ টাকার কয়েন আসছে! সেই সঙ্গে একটি ছবি ট্যাগ করেছেন তিনি।
এরপরই সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয় ।
দাস নয়, আমরা নাগরিক হয়ে উঠব : সারজিস
উল্লেখ্য এর আগে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের তখনকার প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল জানিয়েছিলেন, শীঘ্রই বাংলাদেশের মুদ্রাবাজারে আসছে ১০ টাকা মূল্যমানের কয়েন। মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে ধাতব মুদ্রার ব্যবহার ধরে রাখতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।