জুমবাংলা ডেস্ক : আসন্ন রমজান মাসকে সামনে রেখে সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকার বিনিময়ে চাল, তেল, ডালসহ ৬ প্রকার নিত্যপণ্য ক্রয়ের সুযোগ দিয়েছেন শিশুদের জন্য ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। নাম মাত্র মূল্যে এসব সামগ্রী পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষজন।
নিত্যপণের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে রমজানের ঠিক আগের দিনে মাত্র ১০ টাকায় ব্যাগভর্তি বাজার নিচ্ছেন সুবিধা বঞ্চিত মানুষরা।
দীর্ঘদিন যাবত `শিশুদের জন্য ফাউন্ডেশন’ নামের সামাজিক সংগঠনটি নানা রকমের সামাজিক কাজে প্রশংসনীয় ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় রমজান উপলক্ষে সোমবার সকালে টাঙ্গাইল জেলা সদরে বস্তিতে শতাধিক পরিবারকে মাত্র ১০ টাকার বিনিময়ে চাল ডালসহ ৬টি নিত্য পণ্য নেয়ার সুযোগ দিচ্ছে।
এক কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, মুড়ি এক কেজি, ছোলা আধা কেজি, পেঁয়াজ আধা কেজি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪০০ টাকা। কিন্তু ক্রেতারা মাত্র ৬০ টাকা দিয়েই ৬ টি পণ্য কিনতে পারছেন। রমজান উপলক্ষে কম দামে পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষজন।
শিশুদের জন্য ফাউন্ডেশনের উদ্যোক্তা মুঈদ হাসান তড়িৎ জানান, বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেশি। রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এমন আয়োজন করা হয়েছে৷ ভবিষ্যতে বড় পরিসরে এমন আয়োজন করা হবে৷ ঈদ উপলক্ষে ১০ টাকার মূল্যে ঈদ বাজারের আয়োজন করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে৷
সংগঠনটি গত ১২ বছর যাবত নানা রকম সামাজিক কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।