লাইফস্টাইল ডেস্ক : বৃষ্টিতে পোশাক ভিজে তো গেল, সেটা যে রোদে শুকিয়ে নেবেন সেটাও সম্ভব হয়ে উঠছে না টানা বৃষ্টির কারণে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বাতাসেও সহজে শুকাতে চাইছে না কাপড়। ভেজা থাকতে থাকতে ভ্যাপসা গন্ধ হয়ে যাচ্ছে পোশাকে। আবার আলমারিতে যত্ন করে রাখা পোশাকগুলোতেও ফাঙ্গাস পড়ে যাচ্ছে স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে। এই বর্ষায় পোশাকের যত্নে জরুরি কিছু টিপস জেনে নিন।
১. পোশাক শুকিয়ে যাওয়ার পরও এক ধরনের আর্দ্র ভাব থেকে যায় এই আবহাওয়ায়। তাই আলমারিতে রাখার আগে অবশ্যই ইস্ত্রি করে নেবেন।
২. ন্যাপথালিন অথবা নিমপাতার গুঁড়া দিয়ে রাখুন কাপড়ের ভাঁজে ভাঁজে। পোকামুক্ত থাকবে পোশাক।
৩. বর্ষায় জামাকাপড় ধোয়ার সময় ব্যবহার করতে পারেন ভিনেগার। বড় একটি বালতির পানিতে ১ কাপ সাদা ভিনেগার সিয়ে পোশাক কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভিনেগার পোশাকের সাদা দাগ এবং গন্ধ দূর করতে সাহায্য করে।
৪. পোশাকে সাদা দাগ পড়ে গেলে গুঁড়া সাবান দিয়ে ধুয়ে নিন। এছাড়া ভালো করে ধুয়ে এবং শুকিয়ে তারপর আলমারিতে রাখলে এমন সমস্যা কমে যাবে।
৫. পোশাকে ফাঙ্গাস পড়ে গেলে লবণ ও লেবুর মিশ্রণ ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ফাঙ্গাস দূর হবে।
৬. সিল্কের শাড়ি অথবা পোশাক পাতলা কাপড়ে মুড়ে তারপর রাখুন আলমারিতে।
৭. পোশাকের তাকে সিলিকা জেলের প্যাকেট রাখুন। সিলিকা জেল বাতাসের আর্দ্রতা শুষে নেয়। এতে পোশাকে ফাঙ্গাস পড়ে না।
৮. পোশাকে কাদা লাগলে আগে কাদার অংশ পরিষ্কার করুন। এরপর পুরো পোশাকটি ধুয়ে দিন।
৯. সাদা সুতি পোশাকে কালো তিলা পড়ে যায় দ্রুত। এ থেকে মুক্তি পেতে সুতি পোশাক বৃষ্টিতে ভিজলে দ্রুত ধুয়ে ফেলতে হবে তিলা পড়ে গেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। কালো দাগ চলে যাবে।
১০. রোদ না উঠলে বাতাসে পোশাক শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার বা ওয়াশিং মেশিন ব্যবহার করেও ভেজা পোশাক শুকাতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।