বিনোদন ডেস্ক : ‘দ্যা কেরালা স্টোরি’ নিয়ে এখনও পর্যন্ত নানা বিতর্ক চলছে। ছোট থেকেই স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তাই পথ ধরেই একটু একটু করে এগোতে শুরু করেন। আর সেই রাস্তাও যে খুব মসৃণ ছিল তা নয়। দীর্ঘ ১০ বছর ধরে কঠোর পরিশ্রমের ফল মিলল এই ছবিটিতে।
এই ছবিতে খলনায়িকার ভূমিকায় অভিনয় করা আর কেউ নয় তিনি সোনিয়া বালানি। সম্প্রতি বলিউডের মুক্তিপ্রাপ্ত সকল ছবির মধ্যে সবচেয়ে চর্চিত ও সমাদৃত সিনেমা ‘দ্যা কেরালা স্টোরি’। যা নিয়ে নানান বিতর্ক লেগেই রয়েছে।
এই সিনেমাতে আধা শর্মার পাশাপাশি মুখ্যচরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সোনিয়া বালানি। এর আগে সোনিয়া সেরকম ভাবে কখনই প্রচারে আসেননি। তার অভিনয় করা বহু সিনেমা মুখ থুবড়ে পরেছিল বক্স অফিসে। ২০১৬ সালে সোনিয়াকে প্রথম দেখা যায় ‘তুম বিন ২’ ছবিতে।
তার দু’বছর পর ‘বাজার’ ছবিতে দেখা যায় তাকে। এই ছবিতে সইফ আলি খান এবং রাধিকা আপ্তের মতো তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ মেলে তার। যদিও এই ছবিতে সহকারি চরিত্রে অভিনয় করায় সে ভাবে পরিচিতি মেলেনি।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে কাজ করে ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক পান সোনিয়া। এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই ধীরে ধীরে বিতর্ক বাঁধতে শুরু করেছিল। কিন্তু ছবি মুক্তির পর তা রাজনৈতিক মহল ও ধর্মীয় সাম্প্রদায়িকতার অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। যদিও এর আঁচ তার ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারেনি।
বরঞ্চ এর থেকে সোনিয়া অনেক নাম কামিয়ে নিয়েছেন। খলনায়িকার চরিত্রে অভিনয়ের পর নিজস্ব ফ্যান বেস তৈরি করে ফেলেছেন। ইতিমধ্যেই সোনিয়ার ইনস্টাগ্রামে ৮০ হাজার ফলোয়ারের গণ্ডি পার করেছে। দীর্ঘ ১০ বছর অভিনয় জগতে থাকার পর একটি ছবিই রাতারাতি বদলে দিল ‘দ্যা কেরালা স্টোরি’র নায়িকার জীবন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.